Onion Price: রেকর্ড ভেঙে বাড়ল পেঁয়াজের দাম, কিনতে পারবেন তো? কী বলছে রিপোর্ট
Onion Price: গত ৬ নভেম্বর লাসলগাঁওয়ে পেঁয়াজের দাম ছিল কুইন্টাল প্রতি ৫,৬৫৬ টাকা। ২০১৯ সালের রেকর্ডও ভেঙে ফেলেছে সেই দাম। ২০১৯-এর ডিসেম্বরে এভাবেই বেড়ে গিয়েছিল পেঁয়াজের দাম।
নয়া দিল্লি: আগামী কয়েক মাস সাধারণ মানুষের থালা থেকে পেঁয়াজ হারিয়ে যেতে পারে। দাম যেখানে পৌঁছবে বলে আশঙ্কা, তাতে পেঁয়াজ খাওয়াই কার্যত কঠিন হয়ে পড়বে। ইতিমধ্যেই বেশ চড়তে শুরু করেছে দাম। শীঘ্রই সেই দাম কমার কোনও আশা নেই বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। দেশ জুড়ে শুধু পেঁয়াজ নয়। টমেটো, বাঁধাকপি, করোলার মতো সবজির দামও ক্রমাগত বাড়ছে।
আইসিআইসিআই ব্যাঙ্কের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বৃহত্তম পেঁয়াজের বাজার লাসলগাঁওয়ে পেঁয়াজের দাম পাঁচ বছরের সর্বোচ্চ হয়েছে। পেঁয়াজের দাম কুইন্টাল প্রতি ৫৫০০ টাকার উপরে পৌঁছেছে। পাইকারি বাজারে সেই পেঁয়াজের দাম আপাতত কম হওয়ার কোনও আশা নেই।
গত ৬ নভেম্বর লাসলগাঁওয়ে পেঁয়াজের দাম ছিল কুইন্টাল প্রতি ৫,৬৫৬ টাকা। ২০১৯ সালের রেকর্ডও ভেঙে ফেলেছে সেই দাম। ২০১৯-এর ডিসেম্বরে এভাবেই বেড়ে গিয়েছিল পেঁয়াজের দাম।
আইসিআইসিআই ব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে যে নভেম্বরে সবজির দাম আগের মাসের তুলনায় কমলেও পেঁয়াজের দাম বেশি। অগস্ট এবং সেপ্টেম্বরে ভারী বৃষ্টিপাতের কারণে সবজির জোগান ২৮ শতাংশ কমেছে। সেই কারণেই পড়ছে দাম। গত মাসে অর্থাৎ অক্টোবরেই ৪৯ শতাংশ বেড়েছে টমোটের দাম।