AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Debt Increase: ছাড়ছে না নিজেদের দেশের ব্যাঙ্ককেও! সীমাহীন ঋণ নিয়ে রিপোর্ট প্রকাশ পাকিস্তানের

Pakistan Debt Increase: কিন্তু পাকিস্তানের অর্থনৈতিক সমীক্ষার মধ্যে কি সত্যিই রয়েছে স্বস্তির বার্তা? নাকি গোটা বিশ্বের নজর ঘোরাতে এই চাল পাকিস্তানের?

Pakistan Debt Increase: ছাড়ছে না নিজেদের দেশের ব্যাঙ্ককেও! সীমাহীন ঋণ নিয়ে রিপোর্ট প্রকাশ পাকিস্তানের
প্রতীকী ছবিImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Jun 10, 2025 | 10:05 AM

ইসলামাবাদ: বাড়ছে ঋণের বোঝা, বলছে পাকিস্তান। সোমবার তাদের সংসদে দেশের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন পাক অর্থমন্ত্রী মহম্মদ ঔরঙ্গজেব। সেই রিপোর্ট পেশের পর সংসদকে স্বস্তির বার্তা দিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি দিনে দিনে সুস্থ হয়ে উঠছে। আগামী পয়লা জুলাই থেকে পড়শি দেশে শুরু হবে নতুন অর্থবর্ষ। সেই সূত্র ধরেই রয়েছে বাজেট পেশের পরিকল্পনা। আর স্বাভাবিক ভাবেই তার আগে গোটা বছরের এই অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছে পাকিস্তানের অর্থমন্ত্রক।

কিন্তু পাকিস্তানের অর্থনৈতিক সমীক্ষার মধ্যে কি সত্যিই রয়েছে স্বস্তির বার্তা? নাকি গোটা বিশ্বের নজর ঘোরাতে এই চাল পাকিস্তানের? ওয়াকিবহাল মহল বলছে, স্বস্তির ছদ্মবেশে পাকিস্তানের অর্থনৈতিক সমীক্ষায় লুকিয়ে রয়েছে ভরে ভরে অস্বস্তি।

সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, চলতি অর্থবর্ষে পাকিস্তানের সরকারি ঋণের পরিমাণ বেড়েছে ৭৬ হাজার বিলিয়ন পাকিস্তানি রুপি। যার মধ্যে ৫১ হাজার ৫০০ বিলিয়ন ঋণ তারা নিয়েছে দেশের ব্যাঙ্কগুলির থেকে এবং ২৪ হাজার ৫০০ বিলিয়ন ঋণ নিয়েছে বিদেশ থেকে।

চলতি অর্থবর্ষে কোন দিকে দেশের জিডিপি, সেই নিয়েও মুখ খুলেছেন পাক অর্থমন্ত্রী। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘২০২৩ সালে পাকিস্তানের জিডিপি -০.২ হয়ে গিয়েছিল। যা ২০২৪ সালে বেড়ে হয় ২.৫। ২০২৫ সালে দেশের জিডিপি বেড়ে হয়েছে ২.৭। যা স্পষ্ট করছে পাকিস্তান নিজের অর্থনীতি পুনরুদ্ধারের পথে রয়েছে। পাশাপাশি, টেকসই উন্নয়নেও মনযোগ দিয়েছে।’

কীভাবে বাড়ছে ঋণের পরিমাণ? বিগত কয়েক বছর ধরে টালমাটাল হয়েছে পাকিস্তানের অর্থনীতি। পরিস্থিতি এতটাই বেসামাল যে ঋণ করে দেশ চালাতে হচ্ছে তাদের। সাম্প্রতিককালেই ফের একবার আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের থেকে ৭০০ কোটি টাকার ঋণ মকুব করিয়েছে পাকিস্তান। যার ১০০ কোটি টাকা আপাতত পেয়েছে তারা।