AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rafael in India: ভয়ে কাঁপছে পাকিস্তান, টাটা গোষ্ঠীর হাত ধরে এবার ভারতেই তৈরি হবে রাফাল!

Tata, Rafale: ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যে মেরিন রাফালের জন্য চুক্তি করেছে দাসো অ্যাভিয়েশনের সঙ্গে। আর এবার ভারতেই তৈরি হতে চলেছে এই যুদ্ধ বিমান।

Rafael in India: ভয়ে কাঁপছে পাকিস্তান, টাটা গোষ্ঠীর হাত ধরে এবার ভারতেই তৈরি হবে রাফাল!
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jun 06, 2025 | 2:42 PM

রাফাল প্রস্তুতকারক সংস্থা ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে এবার একটি চুক্তি স্বাক্ষর করল টাটা গোষ্ঠীর অধীনস্থ টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড। এই চুক্তি অনুযায়ী হায়দরাবাদে একটি কারখানা স্থাপন করতে চলেছে টাটার এই সংস্থা। সেখানেই রাফাল বিমানের বাইরের খোল তৈরি হবে। ৫ জুন একটি বিবৃতি জারি করে এই কথা জানিয়েছে দাসো অ্যাভিয়েশনই।

এর আগে স্পেনের ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’ সংস্থার সঙ্গে যুক্তির মাধ্যমে ভারতে সি-২৯৫ ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফট তৈরি করেছিল টাটা অ্যাডভান্স সিস্টেমস। টাটার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী ২০২৮ সালে চালু হবে হায়দরাবাদের এই কারখানা। আর তা চালু হলে সেখানে প্রতি মাসে ২টি করে রাফালের কাঠামো নির্মাণ করা হবে। হায়দরাবাদে তৈরি রাফাল সরবরাহ করা হবে ভারত সহ একাধিক দেশের প্রতিরক্ষা বাহিনীকে।

ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যে মেরিন রাফালের জন্য চুক্তি করেছে দাসো অ্যাভিয়েশনের সঙ্গে। আর এর আগে ২০১৬-র চুক্তি অনুযায়ী ভারতকে ধাপে ধাপে ৪.৫ প্রজন্মের এই যুদ্ধ বিমান সরবরাহ করেছিল ফ্রান্সের এই যুদ্ধ বিমান নির্মাতা সংস্থা।

দাসো অ্যাভিয়েশন তাদের বিবৃতিতে জানিয়েছে, “টাটার সঙ্গে এই চুক্তি ‘মেক ইন ইন্ডিয়া’ ও আত্মনির্ভর ভারত উদ্যোগের প্রতি তাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন”। দাসো অ্যাভিয়েশনের চেয়ারম্যান ও সিইও এরিক ট্রাপিয়র বলছেন, এই প্রথম ফ্রান্সের বাইরে কোথাও রাফাল যুদ্ধ বিমানের খোল বা কাঠামো তৈরি হতে চলেছে। আর এই পদক্ষেপে আখেরে লাভবান হতে চলেছে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সেক্টরই।