
ইসলামাবাদ: ভারতের নদী দিয়ে তো বইল না রক্ত গঙ্গা। উল্টে বড় বড় হুমকি দিয়ে এখন চাপে পাকিস্তান। বুধবার ‘লালে লাল’ হয়ে গেল সেদেশের শেয়ার বাজার। সকাল থেকে পড়তে পড়তে এক ধাপে ৩ হাজার ৫০০ পয়েন্ট পড়ে গিয়েছে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ।
এছাড়াও, পাকিস্তান স্টক এক্সচেঞ্জের আওতায় থাকা করাচি স্টক এক্সচেঞ্জ গোটা দিনে দেড় শতাংশ পড়ে এসে ঠেকেছে মোট ১ লক্ষ ১ হাজার ৭১৭ পয়েন্টে। মঙ্গলবার, কাশ্মীরের পহেলগাঁওয়ে হওয়া সন্ত্রাস হামলার পর থেকেই বিষিয়েছে দুই দেশের সম্পর্ক। তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। আর সেই আবহেই দুই দু’বার ভয়ঙ্কর ভাবে পড়ে গেল পড়শি দেশের শেয়ার বাজার।
এর আগে গত বৃহস্পতিবার আড়াই হাজার পয়েন্টের অধিক পড়ে যায় করাচি স্টক এক্সচেঞ্জ। তারপর এক সপ্তাহ কাটতে না কাটতেই দ্বিতীয় বার ‘ভারতের চাপে’ শুকিয়ে গেল পাকিস্তানের টাকা।
কিন্তু হঠাৎ কেন এমন পতন?
সেদেশের টপলাইন সিকিউরিটিসের চিফ এক্সিকিউটিভ মহম্মদ সোহেল জানিয়েছেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ভারত প্রসঙ্গে করা আশঙ্কার জেরে এমন কাণ্ড ঘটেছে।’ বুধবার সকালে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ‘আমরা গোপন সূত্রে খবর পেয়েছি ভারত সম্ভবত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে সেনা অ্যাকশনে নামতে পারে। আমরা তাদের বারংবার জানিয়েছি, এই গোটা হামলার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। কিন্তু তারপরেও প্রকাশ্যে আসছে এমন তথ্য।’