
আজ ৩০ এপ্রিল, ১ পয়েন্ট পড়েছে দেশের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। অন্যদিকে, আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স পড়েছে ৪৬ পয়েন্ট।
অন্যান্য সূচকগুলোর মধ্যে ৩০৪ পয়েন্ট পড়েছে নিফটি ব্যাঙ্ক। ৩৮৩ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট সূচক। নিফটি মিডক্যাপ ১০০ পড়েছে ৪৬৩ পয়েন্ট। ৮৩৮ পয়েন্ট পড়েছে বিএসই স্মলক্যাপ সূচক।
সামান্য বেড়েছে কয়েকটি সেক্টোরিয়াল সূচক। ৯ পয়েন্ট বেড়েছে নিফটি অটো সূচক। ৯৫ বেড়েছে নিফটি ফার্মা সূচক। অন্যদিকে, প্রায় ৩,৫০০ পয়েন্ট পড়েছে পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক।
আজ বাড়ল যারা:
আজ কোনও সূচক আপার সার্কিট হিট না করলেও বেড়েছে সোনাটা সফটওয়্যার, বিশাল মেগা মার্ট, গ্লোবাল ভেক্ট্রা হেলিকর্প, জেট ফ্রেট লজিস্টিক্স, গো ফ্যাশনের শেয়ারের দাম।
আজ পড়ল যারা:
আজ পড়েছে প্রিমিয়ার এক্সপ্লোসিভ, জি-টেক জৈনক্স এডুকেশন, প্রাজ ইন্ডাস্ট্রিজ, অসওয়াল অ্যাগ্রো মিলস, জিএসএস ইনফোটেকের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
*৩০ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।