নয়া ব্যবসায় PayTm, খবর সামনে আসতেই চড়চড়িয়ে উঠল সংস্থার শেয়ারের দাম!

Mar 18, 2025 | 2:11 PM

PayTm: এবার থেকে শেয়ার বাজারের বিশ্লেষণ ও তা নিয়ে অনুসন্ধান করার এই সার্ভিস পেটিএম মানি অ্যাপে অন্তর্ভুক্ত করা হবে। আর এই খবর সামনে আসার পরই চড়চড়িয়ে বেড়েছে সংস্থার শেয়ারের দাম।

নয়া ব্যবসায় PayTm, খবর সামনে আসতেই চড়চড়িয়ে উঠল সংস্থার শেয়ারের দাম!

Follow Us

ইউপিআই আসার অনেক আগে ভারতে ডিজিটাল পেমেন্ট করার স্টার্টআপ পেটিএম শুরু হয়। আর UPI ও মুকেশ অম্বানির জিও-র ফ্রি ইন্টারনেট প্রায় একই সঙ্গে ভারতীয়দের জীবনের মূলস্রোতে প্রবেশ করে। তার আগে ইন্টারনেট নিয়ে সাধারণ ভারতীয়রা খুব বেশি অবগত কখনই ছিল না। ফলে অনেক মানুষই পেটিএমের অস্তিত্বের কথা জানত না। কিন্তু ইউপিআই আসার পর ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পেয়েছিল বিজয় শেখর শর্মার এই সংস্থাই। আর এই সব কারণেই ২০২১ সালে সংস্থার আইপিও যখন এসেছিল, অনেক বিনিয়োগকারীই উল্লসিত হয়েছিলেন।

পরবর্তীতে ফোন পে, গুগল পের মতো আরও অনেক প্রতিযোগী চলে আসায় ও আরবিআইয়ের বিভিন্ন সিদ্ধান্তের কারণে পেটিএম শেয়ার বাজারে ধাক্কা খেতে থাকে। আর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছে ওয়ান ৯৭ কমিউনিকেশনের অধীনস্থ এই সংস্থা। তারা এক্সচেঞ্জ ফাইলিংয়ের মাধ্যমে বিজ্ঞপি জারি করেছে যে এবার থেকে তারা রিসার্চ অ্যানালিস্ট হিসাবে সার্ভিস দেবে।

এবার থেকে শেয়ার বাজারের বিশ্লেষণ ও তা নিয়ে অনুসন্ধান করার এই সার্ভিস পেটিএম মানি অ্যাপে অন্তর্ভুক্ত করা হবে। আর এই খবর সামনে আসার পরই চড়চড়িয়ে বেড়েছে সংস্থার শেয়ারের দাম। উল্লেখ্য, মার্চের শুরুতেই ইক্যুইটি ট্রেডিং অ্যাপে স্বয়ংক্রিয় পেমেন্ট ডিডাকশন সিস্টেম লঞ্চ করেছে পেটিএম।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI-এর ইউপিআইয়ের পরিকাঠামোর উপর ভিত্তি করে তৈরি ‘ইউপিআই ট্রেডিং ব্লকস’ আসলে একপ্রকার স্বয়ংক্রিয় প্রক্রিয়া। ইক্যুইটি ট্রেডিং অ্যাপে কোনও স্টক বা ইটিএফ বা মিউচুয়াল ফান্ড কেনার সময় এই সিস্টেমের মাধ্যমে নিজে থেকেই সময় মতো অর্থ বিনিয়োগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে যায়। এই ক্ষেত্রে বারবার ইউপিআই পিন দেওয়ার প্রয়োজন হয় না।

এক্সচেঞ্জ ফাইলিংয়ে এই ইউপিআই ট্রেডিং ব্লকের কথা উল্লেখ করে পেটিএম বলেছে, একবার কোনও ইক্যুইটি কেনা হয়ে গেলে তা তাদের অ্যাপের মাধ্যমেই দেখাশোনা করা যাবে। বর্তমানে পেটিএমের অ্যাক্সিস ব্যাঙ্ক ও ইয়েস ব্যাঙ্কের ইউপিআই হ্যান্ডেলের মাধ্যমেই এই কাজটা করা যায়। এবং সংস্থা আশা করছে আগামীতে তাদের স্টেট ব্য্যাঙ্ক অফ ইন্ডিয়া ও এইচডিএফসি ব্যাঙ্কের হ্যান্ডেলেও এই বৈশিষ্ট্য যুক্ত হবে।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।