মুম্বইয়ে ১০০ পার, কলকাতায় সেঞ্চুরি থেকে কয়েক কদম দূরে পেট্রোলের দাম

পাঁচ রাজ্যে নির্বাচনের (Vote) আগে থেকেই দেশের জ্বালানি কোম্পানিগুলি জ্বালানির দাম বাড়ার ইঙ্গিত দিয়েছিল। তাদের দাবি, নানা জায়গায় পরিবহনের কর বেড়ে যাওয়ায় দাম বাড়াতে বাধ্য হয়েছে।

মুম্বইয়ে ১০০ পার, কলকাতায় সেঞ্চুরি থেকে কয়েক কদম দূরে পেট্রোলের দাম
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 06, 2021 | 2:48 PM

কলকাতা: শহরে ফের বাড়ল পেট্রোল ডিজেলের (Petrol Diesel)। জ্বালানির দাম লাগাতার বেড়েই চলেছে। রবিবার কলকাতায় (Kolkata) জ্বালানির দাম বেড়েছে। গত কয়েক দিন ধরে ধারাবাহিক ভাবে জ্বালানির দাম বাড়ায় নাজেহাল আমজনতা। সাধারণ মানুষ রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। মানুষের রোজগার আজ বিপন্ন। এমন পরিস্থিতিতে লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন অনেকে।

রবিবার কলকাতায় পেট্রোল লিটারপ্রতি ৯৫ টাকা ০২ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৮৮ টাকা ৮০ পয়সা। করোনার ধাক্কায় কাবু গোটা দেশ। নানা জায়গায় লকডাউন জারি হয়েছে। বাস ট্রেন বন্ধ থাকায় সাধারণ মানুষের একমাত্র ভরসা নিজের গাড়ি। এমন পরিস্থিতিতে পেট্রোল ডিজেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অসুবিধা সাধারণ মানুষের।

দিল্লিতে আজ লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৫ টাকা ০৩ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৮৫ টাকা ৯৫ পয়সা। মুম্বইয়ে এক লিটার পেট্রোলের দাম ১০১ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম ৯৩ টাকা ৩০ পয়সা। আবার চেন্নাইয়ে এক লিটার পেট্রোলের দাম ৯৬ টাকা ৪৭ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৬৬ পয়সা।

গত মাসে ১৬ বার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে। এর আগে ২৯ মে মুম্বইয়ে প্রেট্রোলের দাম ১০০ ছুঁয়েছিল। পাঁচ রাজ্যে নির্বাচনের আগে থেকেই দেশের জ্বালানি কোম্পানিগুলি জ্বালানির দাম বাড়ার ইঙ্গিত দিয়েছিল। তাদের দাবি, নানা জায়গায় পরিবহনের কর বেড়ে যাওয়ায় দাম বাড়াতে বাধ্য হয়েছে।