Petrol Price Today: দেশের বেশকিছু শহরে ১২০ টাকা লিটারের দোড়গোড়ায় পেট্রোল, ডিজেলও পেরিয়েছে সেঞ্চুরি

Petrol Price Today: চলতি মাসে মাত্র তিনদিন বাদ দিয়ে প্রতিদিনই বেড়েছে জ্বালানি তেলের দাম। শুধুমাত্র অক্টোবর মাসেই পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটার ৫.১৫ টাকা অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটার ৫ টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণেই দেশে প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে।

Petrol Price Today: দেশের বেশকিছু শহরে ১২০ টাকা লিটারের দোড়গোড়ায় পেট্রোল, ডিজেলও পেরিয়েছে সেঞ্চুরি
ফাইল চিত্র

| Edited By: Shubhendu Debnath

Oct 26, 2021 | 12:43 PM

কলকাতা: পেট্রোল ডিজেলের দাম ক্রমাগত বাড়ার কারণে দেশের বেশকিছু শহরে এই মুহূর্তে পেট্রোল ডিজেলের দাম ১২০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত চলতি মাসে ২৪ বার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। তবে গতকালের মতো আজও সরকারি তেল কোম্পানিগুলি পেট্রোল ডিজেলের দাম বাড়ায়নি। কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১০৮.১১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৯.৪৩ টাকা।

পেট্রোল ডিজেলের দাম ক্রমাগত বাড়ায় সাধারণ মানুষের উপর চারদিক থেকেই প্রভাব পড়ছে। রাজস্থানের শ্রীগঙ্গানগরে এই প্রথম পেট্রোলের দাম প্রতি লিটার ১১৯.৭৯ টাকায় পৌঁছেছে অন্যদিকে ডিজেলের দাম সেখানে হয়েছে ১১০.৬৩ টাকা প্রতি লিটার। মধ্য প্রদেশের অনুপপুরে পেট্রোলের দাম ১১৯.০৮ টাকা প্রতি লিটার অন্যদিকে ডিজেলের দাম ১০৮.২৫ টাকা প্রতি লিটার। এ রাজ্যের পুরুলিয়া জেলার ঝালদা এবং মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ডিজেলের দাম সেঞ্চুরি করেছে।

দেশের চারটি মহানগরে পেট্রোল ডিজেলের দাম

আইওসিএলের আজকের প্রকাশিত জ্বালানি তেলের দর অনুযায়ী এদিন রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ১০৭.৫৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৬.৩২ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১১৩.৪৬ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০৪.৩৮ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৫২ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০০.৫৯ টাকা। কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০৮.১১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারো ৯৯.৪৩ টাকা।

প্রসঙ্গত চলতি মাসে মাত্র তিনদিন বাদ দিয়ে প্রতিদিনই বেড়েছে জ্বালানি তেলের দাম। শুধুমাত্র অক্টোবর মাসেই পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটার ৫.১৫ টাকা অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটার ৫ টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণেই দেশে প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। যদিও কেন্দ্রীয় সরকার এই দাম কমানোর জন্য জ্বালানি তেলকে জিএসটির আওতায় আনতে চেয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সহ অধিকাংশ রাজ্য এই প্রস্তাবে রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি।

কীভাবে জানবেন আপনার শহরের জ্বালানি তেলের দাম

প্রত্যেক রাজ্যে পেট্রোল-ডিজেলের উপর ভ্যাটের মূল্য আলাদা। এই অবস্থায় জ্বালানি তেলের দাম আলাদা আলাদা হতে পারে। একই রাজ্যের মধ্যেও শহরগুলিতে পরিবহন শুল্কের হিসাবে দামে সামান্য পার্থক্য থাকে। আপনি মাত্র একটি এসএমএসের মাধ্যমেই প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম জানতে পারেন। আপনি ইন্ডিয়ান অয়েল SMS সার্ভিসের মাধ্যমে ৯২২৪৯৯২২৪৯ নাম্বারে এসএমএস করতে পারেন। আপনার মোবাইলের ম্যাসেজ সার্ভিসে গিয়ে RSP<Space> পেট্রোল পাম্প ডিলার কোড টাইপ করে এই নাম্বারে পাঠিয়ে দিলেই আপনার এলাকার আজকের পেট্রোলের দাম জানতে পারবেন। আপনি আপনার এলাকার RSP কোড ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট থেকেই জানতে পেরে যাবেন।

আরও পড়ুন: Murshidabad: ‘আগে আমাদের গুলি করুন তারপর উচ্ছেদ করবেন!’ সরকারি জমিতে বেআইনি বসতির উচ্ছেদে তুলকালাম হাসপাতাল