কলকাতায় ১০১ পার করল পেট্রল, ছুটছে ডিজেলও

আজ কলকাতায় (Kolkata) পেট্রলের দাম লিটারপ্রতি ১০১ টাকা ০১ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৯২ টাকা ২৭ পয়সা।

কলকাতায় ১০১ পার করল পেট্রল, ছুটছে ডিজেলও
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2021 | 2:10 PM

কলকাতা: ফের দাম বাড়ল পেট্রল (Petrol) ডিজেলের দাম। গত কয়েক মাসে পেট্রল ডিজেলের (Diesel) দাম অনেকটা বেড়েছে। এর জেরে নাজেহাল আমজনতা। সাধারণ মানুষ রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। মানুষের রোজগার আজ বিপন্ন। এমন পরিস্থিতিতে লাগাতার পেট্রপণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন অনেকে।

শনিবার কলকাতায় প্রতি লিটারে ৩৯ পয়সা বেড়েছে পেট্রলের দাম। ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৩২ পয়সা। আজ কলকাতায় পেট্রলের দাম লিটারপ্রতি ১০১ টাকা ০১ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৯২ টাকা ২৭ পয়সা। করোনার ধাক্কায় কাবু গোটা দেশ। নানা জায়গায় লকডাউন জারি হয়েছে। পর্যাপ্ত বাস ট্রেন চলাচল না করার কারণে মানুষের একমাত্র ভরসা নিজের গাড়ি। এমন পরিস্থিতিতে পেট্রপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অসুবিধা সাধারণ মানুষের।

আজ রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রলের দাম ১০০ টাকা ৯১ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা। বেঙ্গালুরুতে লিটারপ্রতি পেট্রলের দাম ১০৪ টাকা ২৯ পয়সা, ডিজেলের দাম ৯৫ টাকা ২৬ পয়সা। মুম্বইয়ে এক লিটার পেট্রলের দাম ১০৬ টাকা ৯৩ পয়সা আর ডিজেলের দাম ৯৭ টাকা ৪৬ পয়সা। আবার চেন্নাইয়ে এক লিটার পেট্রলের দাম ১০১ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ টাকা ৩৯ পয়সা।

পাঁচ রাজ্যে নির্বাচনের পর থেকে লাগাতার দাম বেড়েছে জ্বালানির। এর প্রতিবাদে পথে নেমেছে বাম কংগ্রেস। কিন্তু তাতেও কাজ হয়নি। প্রায় ধারাবাহিক ভাবেই বেড়ে চলেছে পেট্রপণ্যের দাম।

আরও পড়ুন: এবার রথযাত্রায় পুরীতে জারি থাকছে কার্ফু