কলকাতায় ১০২ পার পেট্রোল, নাজেহাল আমজনতা

TV9 Bangla Digital | Edited By: arunava roy

Jul 17, 2021 | 1:37 PM

আজ কলকাতায় (Kolkata) পেট্রোলের দাম লিটারপ্রতি ১০২ টাকা ০৮ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৯৩ টাকা ০২ পয়সা।

কলকাতায় ১০২ পার পেট্রোল, নাজেহাল আমজনতা
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: ফের দাম বাড়ল পেট্রোলের (Petrol) দাম। গত কয়েক মাসে পেট্রোল ডিজেলের দাম অনেকটা বেড়েছে। এর জেরে নাজেহাল আমজনতা। সাধারণ মানুষ রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন। করোনার (Covid) দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। মানুষের রোজগার আজ বিপন্ন। এমন পরিস্থিতিতে লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন অনেকে।

শনিবার কলকাতায় প্রতি লিটারে ৩৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১০২ টাকা ০৮ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৯৩ টাকা ০২ পয়সা। আজ বেঙ্গালুরুতে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৫ টাকা ২৫ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৯৫ টাকা ২৬ পয়সা।

পাশাপাশি চেন্নাইয়ে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০২ টাকা ৪৯ পয়সা, ডিজেলের দাম ৯৪ টাকা ৩৯ পয়সা। হায়দরাবাদে এক লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ৮৩ পয়সা আর ডিজেলের দাম ৯৭ টাকা ৭৬ পয়সা।

করোনার ধাক্কায় কাবু গোটা দেশ। নানা জায়গায় লকডাউন জারি হয়েছে। পর্যাপ্ত বাস ট্রেন চলাচল না করার কারণে মানুষের একমাত্র ভরসা নিজের গাড়ি। এমন পরিস্থিতিতে পেট্রোপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অসুবিধা সাধারণ মানুষের। পাঁচ রাজ্যে নির্বাচনের পর থেকে লাগাতার দাম বেড়েছে জ্বালানির। এর প্রতিবাদে পথে নেমেছে বাম কংগ্রেস। কিন্তু তাতেও কাজ হয়নি। প্রায় ধারাবাহিক ভাবেই বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। আরও পড়ুন: মোদীর পওয়ার সাক্ষাৎ, ৫০ মিনিটের বৈঠকে তোলপাড় রাজনৈতিক মহল

Next Article