Petrol Price Today: দেশের এই শহরে ৩৩টাকা সস্তায় বিকোচ্ছে পেট্রোল, ডিজেলের দামও ২৩ টাকা কম

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Nov 08, 2021 | 1:36 PM

Petrol Price Today: পাঞ্জাব সরকার রাজ্যে পেট্রোল আর ডিজেলের উপর ভ্যালু অ্যাডেড ট্যাক্স (VAT) কম করে দিয়েছে। ফলে পাঞ্জাবে পেট্রোলের দাম ১০ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৫ টাকা পর্যন্ত কমেছে।

Petrol Price Today: দেশের এই শহরে ৩৩টাকা সস্তায় বিকোচ্ছে পেট্রোল, ডিজেলের দামও ২৩ টাকা কম
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: কেন্দ্রীয় সরকার দ্বারা জ্বালানি তেলের উৎপাদন শুল্ক কম করার কিছুদিনের পরও দেশের বেশকিছু শহরে পেট্রোল আর ডিজেলের দাম আকাশছোঁয়া। রাজস্থানের শ্রীগঙ্গানগরে দেশের মধ্যে সবচেয়ে বেশি দামে পেট্রোল ডিজেল বিক্রি হচ্ছে। এখানে এক লিটার পেট্রোলের দাম ১১৬.৩৪ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০০.৫৩ টাকা। কিন্তু আপনারা জেনে আশ্চর্য হবেন, দেশের এমন একটি শহরও রয়েছে যেখানে আজ শ্রীগঙ্গা নগরের তুলনায় পেট্রোল ৩৩.৩৮ টাকা এবং ডিজেল ২৩.৪০ টাকা সস্তা পাওয়া যাচ্ছে।

আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্টব্লেয়ারে দেশের মধ্যে সবচেয়ে সস্তা বিকোচ্ছে পেট্রোল ডিজেল। এখানে এক লিটার পেট্রোলের দাম ৮২.৯৮ টাকা যা শ্রীগঙ্গানগরের তুলনায় ৩৩.৩৮ টাকা কম। অন্যদিকে এক লিটার ডিজেল স্রেফ ৭৭.১৩ টাকায় বিক্রি হচ্ছে। আজ সোমবারও সরকারি তেল কোম্পানি আইওসিএল (IOCL), এইচপিসিএল (HPCL) এবং বিপিসিএল (BPCL) সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে। এদিন অয়েল মার্কেটিং কোম্পানিগুলি পেট্রোল ডিজেলের দাম পরিবর্তন করেনি। আজ কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৪.৬৭ টাকা অন্যদিকে ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা প্রতি লিটার।

পঞ্জাব সরকার রাজ্যে পেট্রোল আর ডিজেলের উপর ভ্যালু অ্যাডেড ট্যাক্স (VAT) কম করে দিয়েছে। ফলে পঞ্জাবে পেট্রোলের দাম ১০ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৫ টাকা পর্যন্ত কমেছে। পাঞ্জাবে এদিন পেট্রোলের দাম ১০৩.৯৭ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৬.৬৭ টাকা। বিশ্বজুড়ে অপরিশোধিত তেল বিক্রিকারী দেশের সংগঠন ওপেক গোষ্ঠী (OPEC+) আর রাশিয়া প্রত্যেক মাসে ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন বাড়ানোর ঘোষণা করেছে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের বলা সত্ত্বেও OPEC+ নিজেদের নতুন প্রোগ্রামের অধীনেই কাজ করে চলেছে। এই কারণে অপরিশোধিত তেলের দাম আবারও বাড়ার পরিবেশ তৈরি হয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৮০ ডলার প্রতি ব্যারেল থেকে বেড়ে ৮৪ ডলার প্রতি ব্যারেলে পৌঁছে গিয়েছে।

বিশেষজ্ঞদের মতে ক্রুড অয়েলের দাম এখন খুব বেশি বাড়ার সম্ভবনা নেই। কারণ, ভারত আর চিনের মতো দেশ থেকে এখন আর চাহিদা বাড়ার সম্ভবনা নেই। এই কারণে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৮০-৯০ প্রতি ব্যারেলের মধ্যে থাকতে পারে। তবে ঠান্ডা বেশি পড়লে চাহিদা বাড়তে পারে।

দেশের মহানগরগুলিতে পেট্রোল ডিজেলের দাম

এদিন রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৩.৯৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৬.৬৭ টাকা। অন্যদিকে মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৯.৯৮ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৪.১৪ টাকা। চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০১.৪০ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯১.৪২ টাকা। কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৭৯ টাকা। ভোপালে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৭.২৩ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯০.৮৭ টাকা। হায়দরাবাদে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৮.২০ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৪.৬২ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ১০০.৫৮ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৫.০১ টাকা। লখনউতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৫.২৮ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৬.৮০ টাকা।

আরও পড়ুন: Weather Update: আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, এখনই বৃষ্টি থেকে নিস্তার পাচ্ছেন না দক্ষিণের বাসিন্দারা

Next Article