Petrol Price Today: বাড়ল পেট্রোলের দাম, বিশ্রামে ডিজেল

Petrol Price Today: গত অক্টোবর মাসে ২৫ বার পেট্রোলের দাম বেড়েছে। প্রতিদিন ৩০ থেকে ৩৫ পয়সা করে বাড়তে বাড়তে গত মাসে পেট্রোলের দাম বেড়েছে ৭.৪৫ টাকা। অন্যদিকে ডিজেলের দাম গত এক মাসে বেড়েছে ৭.৯০ টাকা। গত ১ অক্টোবর কলকাতায় পেট্রোলের দাম ছিল প্রতি লিটার ১০২.৪৭ টাকা অন্যদিকে ডিজেলের দাম ছিল প্রতি লিটার ৯৩.২৭ টাকা।

Petrol Price Today: বাড়ল পেট্রোলের দাম, বিশ্রামে ডিজেল
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2021 | 1:00 PM

কলকাতা: পেট্রোল ডিজেলের বিস্ফোরক ইনিংস বজায় রয়েছে। আজ মঙ্গলবার অর্থাৎ নভেম্বর মাসের দ্বিতীয় দিন পেট্রোলের দাম বেড়েছে। তবে ডিজেলের দামে আজ কোনও পরিবর্তন করা হয়নি। আজ ডিজেলের দাম স্থির রয়েছে। আইওসিএলের আজ সকালে প্রকাশিত দাম অনুযায়ী পেট্রোলের দাম প্রতি লিটার ৩৫ পয়সা বেড়েছে। কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১১০.৪৯ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০১.৫৬ টাকা।

অক্টোবরে পেট্রোলের দাম বেড়েছে ৭.৪৫ টাকা

গত অক্টোবর মাসে ২৫ বার পেট্রোলের দাম বেড়েছে। প্রতিদিন ৩০ থেকে ৩৫ পয়সা করে বাড়তে বাড়তে গত মাসে পেট্রোলের দাম বেড়েছে ৭.৪৫ টাকা। অন্যদিকে ডিজেলের দাম গত এক মাসে বেড়েছে ৭.৯০ টাকা। গত ১ অক্টোবর কলকাতায় পেট্রোলের দাম ছিল প্রতি লিটার ১০২.৪৭ টাকা অন্যদিকে ডিজেলের দাম ছিল প্রতি লিটার ৯৩.২৭ টাকা। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের ক্রমবৃদ্ধিমান দরের কারণে দেশেও প্রতিদিন পেট্রোলের দাম বেড়ে চলেছে। এই গত শনিবার পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল প্রতি ব্যারেল ৮৩ টাকা। বিশেষজ্ঞদের মতে এই দাম আরও বেড়ে ৯০ টাকা প্রতি ব্যারেল হওয়ার সম্ভবনা রয়েছে। ফলে দেশেও পেট্রোল এবং ডিজেলের দাম আরও বাড়ার সম্ভবনা রয়েছে।

দেশের চার মহানগরে পেট্রোল ডিজেলের দাম

দেশের চার মহানগরের মধ্যে রাজধানী দিল্লিতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১১০.০৪ টাকা অন্যদিকে ডিজেলের দাম ৯৮.৪২ টাকা প্রতি লিটার। মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১১৫.৮৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০৬.৬২ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৬.৬৬ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০২.৫৯ টাকা।

আজ পেট্রোলের দাম বাড়লেও ডিজেলের দাম স্থির রয়েছে। প্রসঙ্গত গত শনিবার, রবিবার এবং সোমবার কলকাতায় ডিজেল নতুন রেকর্ড গড়েছিল। সাধারণ মানুষকে জ্বালানি তেলের দাম যে কী পরিমাণ জ্বালাচ্ছে তা একটা পরিসংখ্যানেই পরিষ্কার হয়ে যাবে। ২০১০ সালের জুন মাসে কলকাতায় ডিজেলের দাম ছিল প্রতি লিটার ৪০.১০ টাকা, আর আজ সেই দাম বেড়ে হয়েছে ১০১.১৯ টাকা অর্থাৎ গত ১১ বছরে কলকাতায় ডিজেলের দাম বেড়েছে ৬১.০৯ টাকা। এর মধ্যে গত ১০ মাসেই শুধু ডিজেলের দাম বেড়েছে ৩০.১৯ টাকা। অন্যদিকে ২০১০ সালের জুন মাসে কলকাতায় পেট্রোলের দাম ছিল প্রতি লিটার ৫১.৪৩ টাকা। আজ রবিবার সেই দাম বেড়ে হয়েছে ১০৯.৭৯ টাকা। অর্থাৎ গত ১১ বছরে কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটার ৫৮.৩৬ টাকা। গত ১০ মাসেই কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ২৩.৯৭ টাকা।

আরও পড়ুন: Rabindra Sarobor: ভেসে উঠছে মরা মাছ! সরোবরে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে খুলে ফেলা হল লক্ষাধিকের ফাউন্টেন