কলকাতা: গত কয়েক মাস ধরে জ্বালানি তেলের দাম বাড়ায় নাভিঃশ্বাস উঠছিল সাধারণ মানুষের। এর মধ্যেই দেশের বিভিন্ন শহরে সেঞ্চুরি করেও এখনও অপরাজিত তরল সোনা। তবে গত তিন দিন ধরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি না হওয়ায় অনেকটাই স্বস্তিতে ছিল সাধারণ মানুষ। আজ চতুর্থ দিনে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে দাম বাড়তে দেখা গেলেও এখনও পর্যন্ত তার প্রভাব দেখা যায়নি ঘরোয়া তেলের বাজারে। আজ কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০১.৬২ টাকা এবং ডিজেলর দাম ৯১.০৭ টাকা প্রতি লিটার।
আজ বৃহস্পতিবারও এই নিয়ে পরপর চারদিন তেলের দামে কোনও পরিবর্তন দেখতে পাওয়া যায়নি। গতকাল বাজার বন্ধের সময় ব্রেন্ট ক্রুড অয়েলের (Brent crude) দাম ০.৯৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭২.৩৯ ডলার হয়ে গিয়েছিল। কিন্ত ভারতীয় অয়েল মার্কেটিং কোম্পানিগুলি বর্তমানে গত চারদিন ধরে তেলের দামে কোনও পরিবর্তন ঘটায়নি। প্রসঙ্গত এর আগে গত রবিবার পেট্রোল আর ডিজেল শেষবারের মত ১৫ পয়সা সস্তা হয়েছিল।
আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ায় বাড়ল অপরিশোধিত তেলের দাম
অপরিশোধিত তেলের কথা ধরা হলে, গতকাল বেশিমাত্রায় চাহিদার কারণে ৪০ টাকা বেড়ে প্রতি ব্যারেল ৫,০৫৩ টাকা ছিল। আন্তর্জাতিক স্তরে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ০.৫১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৬.৭০ ডলার হয়েছিল। অন্যদিকে আন্তর্জাতিক একক বলে পরিচিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ০.৩৮ শতাংশ বেড়ে হয়েছিল ব্যারেল প্রতি ৭১.৯৬ ডলার।
জেনে নিন আজকে তেলের দাম
আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রভাব ঘরোয়া বাজারে না পড়ায় আজ বৃহস্পতিবারও তেলের দাম একই রয়েছে। আজ দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০১.১৯ টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ৮৮.৬২ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম ১০৭.২৬ টাকা প্রতি লিটার, ডিজেল – ৯৬.১৯ টাকা প্রতি লিটার। এ রাজ্যেও জ্বালানি তেলের দাম গতকালের মত একই রয়েছে। কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১০১.৬২ টাকা, ডিজেলর দাম সেখানে ৯১.০৭ টাকা প্রতি লিটার।
দক্ষিণ ভারতেও তেলের দাম একই রয়েছে। চেন্নাইতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৯৮.৯৬ টাকা, ডিজেল ৯৩.০৪ টাকা প্রতি লিটার। ব্যাঙ্গালোরে পেট্রোলের দাম ১০৪.৭০ টাকা প্রতি লিটার, ডিজেলের দাম ৯৪.০৪ টাকা প্রতি লিটার।
অন্যদিকে ভোপালে আজ পেট্রোলের দাম ১০৯.৬৩ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম সেখানে ৯৭.৪৩ টাকা প্রতি লিটার। লখনউতে আজ পেট্রোলের দাম ৯৮.৩০ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮৯.০২ টাকা। পাটনায় আজ পেট্রোলের দাম ১০৩.৭৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯৪.৫৫ টাকা। চণ্ডীগঢ়ে আজ পেট্রোলের দাম ৯৭.৪০ টাকা প্রতি লিটার আর ডিজেলের দাম লিটার প্রতি ৮৮.৩৫ টাকা। আরও পড়ুন: সাইকেলের চাকায় জড়াল দড়ি! অভিনব কায়দায় কেপমারি, লক্ষাধিক টাকা খোয়ালেন বৃদ্ধ