Railways: স্টেশন বা ট্রেন থেকে মোবাইল চুরি হয়েছে? এই একটা কাজ করুন, জব্দ হবে চোরবাবাজি

Railways: যদি ট্রেন থেকে বা রেল স্টেশন থেকে হঠাৎ মোবাইল চুরি হয়ে যায়, তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। ট্রেন থেকে মোবাইল চুরি হয়ে যায়, তবে তা খুঁজে দেবে ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন।

Railways: স্টেশন বা ট্রেন থেকে মোবাইল চুরি হয়েছে? এই একটা কাজ করুন, জব্দ হবে চোরবাবাজি
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

Apr 07, 2025 | 2:43 PM

নয়া দিল্লি: বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। লোকাল ট্রেনে হোক বা দূরপাল্লার ট্রেনে, ভ্রমণ করার ক্ষেত্রে সকলেই সতর্ক থাকেন নিজের ব্যাগপত্র নিয়ে, কিছু যাতে চুরি না যায়। চিন্তা থাকে ফোন নিয়ে। যদি ট্রেন থেকে বা রেল স্টেশন থেকে হঠাৎ মোবাইল চুরি হয়ে যায়, তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কীভাবে ফোন ফেরত পাবেন, তা জেনে নিন-

যদি ট্রেন থেকে মোবাইল চুরি হয়ে যায়, তবে তা খুঁজে দেবে ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন। সম্প্রতিই টেলিকমিউনিকেশন বিভাগ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানায় যে স্টেশন বা ট্রেন থেকে ফোন হারিয়ে গেলে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনি সঞ্চার সাথী ওয়েবসাইট বা অ্যাপ থেকে মোবাইল নম্বর ব্লক করে দিতে পারেন এবং তা ট্রাকও করতে পারবেন।

সিইআইআর-র মাধ্যমে হারানো ফোন সহজেই ট্রাক করা যায়। এই পদ্ধতিতে অনেকে হারানো ফোনও খুঁজে পেয়েছেন। সঞ্চার সাথীতে আপনি কোনও ফ্রড বা প্রতারণামূলক নম্বর রিপোর্টও করতে পারেন।