পাকিস্তানের সঙ্গে বন্ধ ব্যবসা, যুক্তরাজ্যের সঙ্গে বড় চুক্তি সই করে ফেলল ভারত
India-UK Free Trade Pact: একদিকে পহেলগাঁও হামলার আবহে পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণ বন্ধ প্রত্যক্ষ এবং পরোক্ষ বাণিজ্য। তারই মধ্যে ব্যবসার ক্ষেত্রে নতুন দিগন্তে খুলে গেল ভারতের জন্য।

সম্পন্ন হল ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি। মঙ্গলবার নিজের এক্স মাধ্যমে একটি পোস্ট করে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে পহেলগাঁও হামলার আবহে পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণ বন্ধ প্রত্যক্ষ এবং পরোক্ষ বাণিজ্য। তারই মধ্যে ব্যবসার ক্ষেত্রে নতুন দিগন্তে খুলে গেল ভারতের জন্য। এই দিন এক্স-এ এই বিষয়ে পোস্ট করে ডবল কন্ট্রিবিউশন কনভেনশনকেও স্বাগৎ জানিয়েছে ভারত।
এক্স-এ মোদী লেখেন, ” আমার বন্ধু প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
-এর সাথে কথা বলতে পেরে আনন্দিত। ভারত এবং যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement) এবং একটি দ্বৈত অবদান কনভেনশন (Double Contribution Convention) সম্পন্ন করেছে। এটি সত্যিই ঐতিহাসিক মাইলফলক এবং উভয়ের জন্য পারস্পরিকভাবে উপকারী। এই যুগান্তকারী চুক্তিগুলি আমাদের বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। উভয় অর্থনীতিতে বাণিজ্য, বিনিয়োগ, প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং উদ্ভাবনকে ত্বরান্বিত করবে। আমি শীঘ্রই প্রধানমন্ত্রী স্টারমারকে ভারত সফরের জন্য স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছি।”
প্রসঙ্গত, ২০২৩-২৪ অর্থবছরে ভারত ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২১.৩৪ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের বছরের ২০.৩৬ বিলিয়ন ডলারের তুলনায় বেশি। বর্তমানে ভারত থেকে যুক্তরাজ্যে আমদানি করা পণ্যের উপর গড় শুল্কহার প্রায় ৪.২ শতাংশ।
অর্থনৈতিক চিন্তাবিদ সংস্থা GTRI-এর মতে, নতুন বাণিজ্য চুক্তির ফলে ভারতের বেশ কিছু রপ্তানি পণ্য লাভবান হবে। এর মধ্যে রয়েছে টেক্সটাইল, জামাকাপড় (যেমন শার্ট, ট্রাউজার, ড্রেস), বিছানার চাদর, জুতা, কার্পেট, গাড়ি, সামুদ্রিক পণ্য, আঙুর এবং আম—যেগুলির উপর বর্তমানে যুক্তরাজ্যে কম থেকে মাঝারি শুল্ক আরোপ করা হয়।
মুক্ত বাণিজ্য চুক্তিতে (FTA) দুটি দেশ একে অপরের সঙ্গে বাণিজ্যিক পণ্যের ওপর কাস্টমস শুল্ক সম্পূর্ণভাবে বাতিল করে অথবা তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে। এছাড়াও, সেবা খাত ও দ্বিপাক্ষিক বিনিয়োগে উৎসাহ দিতে বিভিন্ন নিয়ম শিথিল করা হয়।\
Delighted to speak with my friend PM @Keir_Starmer. In a historic milestone, India and the UK have successfully concluded an ambitious and mutually beneficial Free Trade Agreement, along with a Double Contribution Convention. These landmark agreements will further deepen our…
— Narendra Modi (@narendramodi) May 6, 2025
ভারতীয় শিল্পক্ষেত্র যুক্তরাজ্যের বাজারে তথ্যপ্রযুক্তি (আইটি) ও স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন খাতে দক্ষ পেশাজীবীদের জন্য আরও বেশি সুযোগ চাইছিল, পাশাপাশি কিছু নির্দিষ্ট পণ্যের জন্য বিনা শুল্কে বাজারে প্রবেশের দাবিও জানানো হয়েছিল।
অন্যদিকে, যুক্তরাজ্য চাইছিল স্কচ হুইস্কি, বৈদ্যুতিক যানবাহন, চকোলেট এবং কিছু কনফেকশনারি পণ্যের উপর শুল্ক কমানোর কথা জানিয়েছিল।
ব্রিটেন ভারতের বাজারে টেলিকমিউনিকেশন, আইনগত এবং আর্থিক পরিষেবা (যেমন ব্যাংকিং ও বীমা) সহ বিভিন্ন পরিষেবা খাতে আরও সুযোগ খুঁজছে। এই চুক্তিতে মোট ২৬টি অধ্যায় রয়েছে, যার মধ্যে রয়েছে পণ্য, পরিষেবা, বিনিয়োগ এবং মেধাস্বত্ব সম্পর্কিত বিষয়ও।
বুধবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-
