
নয়াদিল্লি: ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটকে সাধারণ মানুষের বাজেট বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও তাঁর টিমের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। তিনি বলেন, দেশের নাগরিকরা কীভাবে বিকাশের অংশ হবেন, তার দিশা রয়েছে বাজেটে। প্রধানমন্ত্রীর কথায়, চারদিক থেকে আয়ের উৎস খুলে দিয়েছে এই বাজেট।
এদিন নির্মলা বাজেট পেশ করার পর প্রধানমন্ত্রী বলেন, “এবারের বাজেটে কৃষকদের জন্য যা ঘোষণা করা হয়েছে, তাতে উপকৃত হবেন কৃষকরা। গ্রামীণ অর্থব্যবস্থার উন্নতি হবে।” আবার ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে বলে বাজেটে বলা হয়েছে। ফলে দেশের মধ্যবিত্তদের মুখে হাসি ফুটেছে। মোদী বলেন, দেশের নাগরিকের পকেট কীভাবে ভরবে, সেদিকে নজর রাখা হয়েছে এই বাজেটে। সংস্কারের দিকেও নজর রাখা হয়েছে। সব ক্ষেত্রেই নজর দেওয়া হয়েছে বাজেটে। এর ফলে বিনিয়োগও বাড়বে। আর্থিক বৃদ্ধি হবে।
এই বাজেটের উচ্ছ্বসিত প্রশংসা করে মোদী বলেন, ভারতীয় পণ্য বিশ্ববাজারে যাতে আরও ছড়িয়ে পড়ে, তার জন্য উৎপাদন ক্ষেত্রে ৩৬০ ডিগ্রি নজর দেওয়া হয়েছে। বাজেটে পরিকাঠামো ও পর্যটনে জোর দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এই বাজেট আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ করবে বলে আশাবাদী মোদী।
প্রধানমন্ত্রী বলেন, “এই বাজেট শুধু বর্তমান সময়কে নজর রেখে করা হয়নি, ভবিষ্যৎকেও দিশা দেখাবে।” নিজের বক্তব্যের শেষে মোদী বলেন, “ঐতিহাসিক এই সাধারণ মানুষের বাজেটের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আরও একবার ধন্যবাদ জানাই।”