PNB তে অ্যাকাউন্ট রয়েছে? তাহলে আপনিও পেতে পারেন ২০ লাখ টাকার ফায়দা

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Oct 31, 2021 | 6:06 PM

পিএনবি-র বক্তব্য অনুযায়ী যদি আপনি আপনার মাস মাইনেকে ভালভাবে ম্যানেজ করতে চান, তাহলে আপনাকে পিএনবি মাই স্যালারি অ্যাকাউন্ট খুলতে হবে। এর পাশাপাশি ব্যক্তিগত দুর্ঘটনা বীমা আর ওভার ড্রাফট (বেশি টাকা তোলা) এবং সুইপ সুবিধাও পাবেন আপনি।

PNB তে অ্যাকাউন্ট রয়েছে? তাহলে আপনিও পেতে পারেন ২০ লাখ টাকার ফায়দা
ফাইল চিত্র

Follow Us

যদি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খোলেন, তাহলে পেতে পারেন ২০ লাখ টাকার ফায়দা। আপনি যদি চাকুরিজীবী হন তাহলে দ্রুত আপনি এই অ্যাকাউন্টটি খুলে ফেলুন। পিএনবি-র এই অ্যাকাউন্টের নাম পিএনবি মাই স্যালারি অ্যাকাউন্ট (PNB My Salary Account)। এতে ব্যাঙ্কের তরফে গ্রাহকদের বেশকিছু সুবিধা দেওয়া হয়।

পিএনবি-র বক্তব্য অনুযায়ী যদি আপনি আপনার মাস মাইনেকে ভালভাবে ম্যানেজ করতে চান, তাহলে আপনাকে পিএনবি মাই স্যালারি অ্যাকাউন্ট খুলতে হবে। এর পাশাপাশি ব্যক্তিগত দুর্ঘটনা বীমা আর ওভার ড্রাফট (বেশি টাকা তোলা) এবং সুইপ সুবিধাও পাবেন আপনি। পিএনবি তাদের স্যালারি অ্যাকাউন্ট হোল্ডারদের বীমা কভার সহ বেশকিছু ফায়দা দিচ্ছে। জিরো ব্যালেন্স এবং জিরো কোয়ার্টারলি অ্যাভারেজ ব্যালেন্সের সুবিধাযুক্ত পিএনবি মাই স্যালারি অ্যাকাউন্ট খুললে গ্রাহকদের ২০ লাখ টাকার পার্সোনাল অ্যাকসিডেন্ট কভার দেওয়া হচ্ছে।

এই অ্যাকাউন্টের ৪টি ক্যাটাগরি

পিএনবি-র মাই স্যালারি অ্যাকাউন্টকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

> ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা মাসিক বেতন প্রাপকদের সিলভার ক্যাটাগরিতে রাখা হয়েছে।
>২৫০০১ টাকা থেকে শুরু হয়েছে ৭৫০০০ টাকার বেতন প্রাপকদের গোল্ড ক্যাটাগরিতে রাখা হয়েছে।
> ৭৫০০১ টাকা থেকে ১৫০০০০ টাকার বেতন প্রাপকদের প্রিমিয়াম ক্যাটাগরিতে রাখা হয়েছে।
> অন্যদিকে ১৫০০০১ টাকা থেকে বেশি বেতন প্রাপকদের প্ল্যাটিনাম ক্যাটাগরিতে রাখা হয়েছে।

কীভাবে পাবেন ৩ লাখের ফায়দা

আপনাদের জানিয়ে দিই ব্যাঙ্কের তরফে গ্রাহকদের ওভারড্রাফটের সুবিধা দেওয়া হয়। সিলভার ক্যাটাগরিতে পড়া গ্রাহকরা ৫০ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা পাবেন। এছাড়াও গোল্ড ক্যাটাগরিতে পড়া গ্রাহকরা ১৫০০০০ টাকা এবং প্রিমিয়াম ক্যাটাগরির গ্রাহকরা ২২৫০০০ টাকা এবং প্ল্যাটিনাম ক্যাটাগরির গ্রাহকরা ৩০০০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা পাবেন। এই ব্যাপারে অতিরিক্ত তথ্য জানার জন্য আপনারা https://www.pnbindia.in/salary saving products.html এই লিঙ্কে ক্লিক করুন।

আরও পড়ুন: Petrol Price Today: জ্বালানির জ্বালা! নতুন রেকর্ড গড়ে অক্টোবরে পেট্রোল বাড়ল ৭.৪৫ টাকা আর ডিজেল ৭.৯০

Next Article