Mobile Hack: প্রতারকরা যতই চেষ্টা করুক, ফাঁদে ফেলতে পারবে না, একটা ট্রিক শিখে রাখুন…
Message Code: অনেক সময়ই মোবাইলে এমন মেসেজ আসে যে বিদ্যুতের বিল হঠাৎ ১০ হাজার বা ২০ হাজার টাকা এসেছে। কিংবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও ফি বাবদ অনেক টাকা কেটে নেওয়া হয়েছে। এই ট্রানজাকশন আটকাতে মেসেজে লিঙ্কও দেওয়া থাকে।

নয়া দিল্লি: ঘনঘন বাজছে মোবাইল। ফোন ধরলেই কখনও লোন, কখনও ক্রেডিট কার্ডের জন্য জোরাজুরি। অনেক ফোনে আবার আপনার নাম-ধাম বলে নানা অছিলায় ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ডিটেইল বা ওটিপি জানার চেষ্টা করা হয়। আগে সারাক্ষণ টেলি মার্কেটিংয়ের ফোন আসত। এখন তুলনামূলকভাবে সেই ফোন আসা কিছুটা কমেছে। তবে প্রতারকরা এখন ফাঁদ পাতছে অন্যভাবে। মোবাইলে আসছে মেসেজ। আর সেখানে ক্লিক করলেই সর্বনাশ! প্রতারকদের পাতা নতুন ফাঁদ থেকে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন-
অনেক সময়ই মোবাইলে এমন মেসেজ আসে যে বিদ্যুতের বিল হঠাৎ ১০ হাজার বা ২০ হাজার টাকা এসেছে। কিংবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও ফি বাবদ অনেক টাকা কেটে নেওয়া হয়েছে। এই ট্রানজাকশন আটকাতে মেসেজে লিঙ্কও দেওয়া থাকে। এই লিঙ্কেই লুকিয়ে থাকে বিপদ।
আপনি মেসেজ দেখেই বুঝে যাবেন যে কোনটা আসল আর কোনটা প্রতারণামূলক। ২০২৫ সালের ৬ মে থেকেই টেলিকম রেগুলেটরি অথারিটি অব ইন্ডিয়া সমস্ত বাণিজ্যিক মেসেজের ক্ষেত্রে বাধ্যতামূলক ক্যারেটকার যোগ করার নিয়ম চালু করেছে।
কোন কোড থেকে কার মেসেজ, কীভাবে বুঝবেন?
- যদি কোনও মেসেজের পিছনে পি (P) লেখা থাকে, তাহলে বুঝবেন সেটি প্রোমোশনাল মেসেজ। অর্থাৎ যেগুলি বিভিন্ন পণ্যের প্রচারমূলক মেসেজ আসবে। সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যেই এই ধরনের মেসেজ পাঠাতে হবে।
- যদি কোনও মেসেজের পিছনে এস (S) লেখা থাকে, তাহলে বুঝবেন সেটি সার্ভিস মেসেজ। ইনফর্মাল, নন-মার্কেটিং যে মেসেজগুলি হয় অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্টের মতো মেসেজ এগুলি।
- যদি কোনও মেসেজের পিছনে টি (T) লেখা থাকে, তাহলে সেটি ট্রানজাকশনাল মেসেজ। ওটিপি বা অন্য কোনও অ্যালার্ট মেসেজ এগুলি।
- যদি কোনও মেসেজের উপরে জি (G) থাকে, তাহলে তা সরকার বা সরকর স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে সতর্কতামূলক মেসেজ।
যেকোনও মেসেজের উপরেই এই কোড থাকা বাধ্যতামূলক। যদি কোনও মেসেজের উপরে এই কোড গুলির একটাও না থাকে, অথচ লেনদেন বা অন্য কোনও পরিষেবার কথা লেখা থাকে, তবে সতর্ক হন। এটা প্রতারণামূলক মেসেজ হতে পারে।
মেসেজে স্বচ্ছতা বাড়াতে এবং স্প্যাম মেসেজ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যদি কোনও প্রতারণামূলক মেসেজ থাকে, তাহলে ৭ দিনের মধ্যে সেই মেসেজ নিয়ে অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা।
