AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

2000 Rupee note: SBI, HDFC, PNB- কোন ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলের নিয়ম কী? জানুন

2000 Rupee note: কোথায় যাবে, কীভাবে বদল করবেন, বদল করার কী কী নিয়ম আছে, তা বুঝে উঠতে পারছেন না আনেকেই।

2000 Rupee note: SBI, HDFC, PNB- কোন ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলের নিয়ম কী? জানুন
২ হাজার টাকার নোট
| Edited By: | Updated on: May 27, 2023 | 7:52 AM
Share

নয়া দিল্লি: বাজার থেকে বিদায় নিচ্ছে ২০০০ টাকার নোট। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে গত সপ্তাহেই ঘোষণা করা হয়েছে যে ২০০০ টাকার সার্কুলেশন বন্ধ করে দেওয়া হচ্ছে। ব্যাঙ্কের তরফে নতুন করে আর ২০০০ টাকার নোট ছাপানো হবে না। বর্তমানে বাজারে যে সমস্ত ২০০০ টাকার নোট আছে, তা বদলে ফেলতে হবে ব্যাঙ্কে গিয়ে। এই ঘোষণার পরই সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন জেগেছে। কোথায় যাবে, কীভাবে বদল করবেন, বদল করার কী কী নিয়ম আছে, তা বুঝে উঠতে পারছেন না আনেকেই।

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India)– দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক এসবিআই ইতিমধ্যেই জানিয়েছে, নোট বদল করতে কোনও রকম পরিচয়পত্র লাগবে না। বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়ে দেওয়া হয়েছে ওই ব্যাঙ্কের গ্রাহকদের।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)– এই ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আধার কার্ড বা অন্য কোনও নথি দেখানোর প্রয়োজন নেই। কোনও ফর্ম ফিল আপেরও প্রয়োজন নেই। নোট বদলাতে এই ব্যাঙ্কে ব্যক্তিগত তথ্য দিতে হচ্ছে, এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছিল। কিন্তু ব্যাঙ্ক তা খারিজ করে দিয়েছে।

কোটাক মহিন্দ্রা ও এইচএসবিসি (Kotak, HSBC Bank)- এই দুই বেসরকারি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যাঁরা সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহক নয়, বা যাঁদের অ্যাকাউন্ট নেই, তাঁদের ক্ষেত্রে পরিচয় পত্র চাওয়া হচ্ছে।

অ্যাক্সিস ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ইয়েস ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, তারা কারও কাছ থেকে কোনও আইডি প্রুফ নিচ্ছে না। তবে ব্যাঙ্ক অব বরোদা জানিয়েছে, গ্রাহক নয়, এমন ব্যক্তিদের ক্ষেত্রে দরকার পরিচয় পত্র।

অন্যদিকে, ২০০০ টাকার নোট বদলের জন্য ফর্ম ফিল আপ করতে হবে আইসিআইসিআই (ICICI) ও এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের গ্রাহকদের। তবে গ্রাহক হলে পরিচয় পত্র লাগবে না, অন্যথায় দেখাতে হবে আইডি প্রুফ।