Indian Stock Market: তৃতীয় ত্রৈমাসিকে ভালই লাভ, রাইটস ইস্যু করল এই সংস্থা!

Mar 24, 2025 | 5:42 PM

Share Market: রাইটস ইস্যু করেছে বোধি ট্রি মাল্টিমিডিয়া লিমিটেড। সংস্থার ৯ শেয়ার পিছু ৪টে করে শেয়ার ইস্যু করেছে তারা।

Indian Stock Market: তৃতীয় ত্রৈমাসিকে ভালই লাভ, রাইটস ইস্যু করল এই সংস্থা!
Image Credit source: FreshSplash/E+/Getty Images

Follow Us

বাজারে ওঠা-পড়া তো লেগেই রয়েছে। আর সেই ওঠা-পড়ার দিকে নজর থাকে বিনিয়োগকারীদের। তবে শুধু বাজারের ওঠা-পড়া নয়, একাধিক বিষয়ের দিকেই নজর রাখতে হয় শেয়ার বাজারে বিনিয়োগকারীদের। তাঁরা হিসাব রাখেন কখন কোন সংস্থা ডিভিডেন্ড দিচ্ছে, কখন কে বোনাস দিচ্ছে। কোন সংস্থা রাইটস ইস্যু করছে বা কাদের বোর্ড মিটিং রয়েছে কিম্বা কোন সংস্থার শেয়ার স্প্লিট করছে। কর্পোরেট ক্যালেন্ডারের দিকে নজর রাখলে কবে কোন সংস্থায় কী হচ্ছে সেই বিষয়ে জানা যায়।

আজ তেমন উল্লেখযোগ্য কোনও সংস্থা ডিভিডেন্ড দেয়নি। কিন্তু আজ রাইটস ইস্যু করেছে বোধি ট্রি মাল্টিমিডিয়া লিমিটেড। সংস্থার ৯ শেয়ার পিছু ৪টে করে শেয়ার ইস্যু করেছে তারা। ২৪ মার্চ দিনের শেষে এই সংস্থার শেয়ারের দাম দাঁড়িয়েছে ৯ টাকা ৩ পয়সা। এই সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন ১১৬ কোটি টাকা। সংস্থার প্রাইস টু আর্ন রেশিও ২০.৬০। বোধি ট্রি মাল্টিমিডিয়া লিমিটেড শেষ ত্রৈমাসিকের রেভেনিউ হয়েছে ১৭ কোটি ৬৪ লক্ষ টাকা। যদিও তারা প্রফিট করেছে ১ কোটি ৮১ লক্ষ টাকা।

আজ বোর্ড মিটিং রয়েছে টিভিএস হোল্ডিংস, ইজ মাই ট্রিপ, ম্যাট্রমনি ডট কম, শ্রেয়া এনার্জি, জেনেরিক ফার্মা, সলিটায়ার ম্যাক, সেলিব্রিটি ফাস, হাইপারসফট টেকের। এ ছাড়াও আজ এজিএম রয়েছে এডুকম্প সলিউশনের। সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন ২০ কোটি টাকা। শেষ ত্রৈমাসিকে সংস্থার রেভেনিউ হয়েছে ৯৯ লক্ষ টাকা। যদিও শেষ ত্রৈমাসিকে সংস্থা ২২ কোটি ১৯ লক্ষ টাকা লস হয়েছে। এমনকি তথ্য বলছে গত ৫ বছরে একবারের জন্যও লাভের মুখ দেখেনি এডুকম্প সলিউশন।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।