IPO আসার আগেই লাফিয়ে বাড়ল সংস্থার লভ্যাংশ, ভবিষ্যতে লগ্নিকারীদের পকেট ভরাতে পারে Tata Capital

Tata Group: চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল থেকে এটা মোটামুটি স্পষ্ট যে গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের তুলনায় এই অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে সংস্থার লভ্যাংশ বেড়েছে ৩১ শতাংশ। এই বছর এর পরিমাণ ১ হাজার কোটি টাকা হয়েছে বলে জানিয়েছে টাটার এই সংস্থা।

IPO আসার আগেই লাফিয়ে বাড়ল সংস্থার লভ্যাংশ, ভবিষ্যতে লগ্নিকারীদের পকেট ভরাতে পারে Tata Capital

May 18, 2025 | 6:42 PM

কয়েক মাসের মধ্যেই আইপিও আসতে চলেছে টাটা ক্যাপিটালের। আর তার আগেই টাটা গোষ্ঠীর এই নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সংস্থা বিপুল লাভ করল। সংস্থার চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পরই তাদের লভ্যাংশে বিরাট বৃদ্ধি দেখা গিয়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাব পড়তে পারে সংস্থার আসন্ন আইপিওর দাম বা লট সাইজের উপর। এ ছাড়াও বিশেষজ্ঞরা বলছেন, তালিকাভুক্তির সময়ই লগ্নিকারীদের মালামাল করতে পারে এই সংস্থার আইপিও।

চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল থেকে এটা মোটামুটি স্পষ্ট যে গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের তুলনায় এই অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে সংস্থার লভ্যাংশ বেড়েছে ৩১ শতাংশ। এই বছর এর পরিমাণ ১ হাজার কোটি টাকা হয়েছে বলে জানিয়েছে টাটা ক্যাপিটাল। গত বছর এই অঙ্ক ছিল ৭৬৫ কোটি টাকা।

টাটা ক্যাপিটালের প্রকাশিত ফলাফল থেকে জানা গিয়েছে এই বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে সংস্থার পরিচালন খাত থেকে রেভেনিউ বেড়েছে প্রায় ৫০ শতাংশ। গত বছরে এই সময় যা ছিল ৪ হাজার ৯৯৮ কোটি টাকা, এই বছর তা হয়েছে ৭ হাজার ৪৭৮ কোটি টাকা। গত অর্থবর্ষে এই সংস্থার রেভেনিউ ছিল ১৮ হাজার ১৭৫ কোটি টাকা। যা এই বছর বেড়ে হয়েছে ২৮ হাজার ৩১৩ কোটি টাকা।

২০২৫ সালের এপ্রিল মাসেই সেবির কাছে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং নিয়ে আসার জন্য টাটা ক্যাপিটাল একটি ড্রাফট জমা করে। উল্লেখ্য, টাটা ক্যাপিটালের ৯২.৮৩ শতাংশ মালিকানা রয়েছে টাটা সন্সের কাছেই।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।