Movie ticket: সিনেপ্রেমীদের জন্য সুখবর! ৯৯ টাকায় মিলবে PVR, INOX-এ সিনেমার টিকিট
PVR: সারা দেশে ৪,০০০ স্ক্রিনে MAI-এর ৯৯ টাকায় টিকিট দেওয়ার নিয়ম প্রযোজ্য হবে। কেননা PVR, INOX, Cinepolls, Mirage, Citypride, Asian, Mukta A2, Movietime, Wave, M2K এবং Delight এর মত মাল্টিপ্লেক্স চেইন জাতীয় সিনেমা দিবস উদযাপনে অংশ নেবে। বুক মাই শো, পেটিএম বা ফোন পে-এর মাধ্যমে অনলাইনে টিকিট বুকিং হবে।

নয়া দিল্লি: PVR, INOX-এ সিনেমা দেখতে কার না ইচ্ছা করে! কিন্তু, এই সমস্ত মাল্টিপ্লেক্স হলে সিনেমার টিকিটের দাম শুনে অনেকেই যাওয়ার কথা ভাবতে পারেন না। আবার একটু জনপ্রিয় সিনেমা হলে তো তার টিকিটের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে সিনেপ্রেমীদের জন্য সুখবর। মাত্র ৯৯ টাকাতেই মিলবে সিনেমার টিকিট। এই অফারটি দেশের সমস্ত PVR, INOX এবং Cinepolis-এ বৈধ।
PVR, INOX এবং Cinepolis-এ ৯৯ টাকার টিকিট শুনে অবাক হচ্ছেন? আসলে আগামী ১৩ অক্টোবর জাতীয় চলচ্চিত্র দিবস। তাই ওই দিন সস্তায় সিনেমা দেখার সুযোগ দিচ্ছে গোটা দেশের সমস্ত প্রেক্ষাগৃহ। মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অর্থাৎ MAI ঘোষণা করেছে যে, চলতি বছর ১৩ অক্টোবর জাতীয় সিনেমা দিবস পালিত হবে। এই উপলক্ষে সিনেমাপ্রেমীরা সারা দেশের প্রেক্ষাগৃহে মাত্র ৯৯ টাকায় সিনেমার টিকিট পাবেন। আপনি কিভাবে এবং কখন এটি বুক করতে পারেন তা আমাদের জানান।
৯৯ টাকায় কোথায়, কোন সিনেমা দেখা যাবে?
MAI দ্বারা জারি করা বিবৃতি অনুসারে, PVR, INOX, Cinepolls, Mirage এবং Delight সহ সারা দেশে ৪,০০০ টির বেশি স্ক্রিনে জাতীয় সিনেমা দিবস উপলক্ষ্যে ৯৯ টাকায় সিনেমার টিকিট মিলবে। জওয়ান থেকে গদর-২, ফুকরে-৩ পর্যন্ত সমস্ত সিনেমা দেখা যাবে ৯৯ টাকায়।
কখন এবং কীভাবে আপনি বুক করতে পারেন?
১৩ অক্টোবর সারা দেশে ৪,০০০ স্ক্রিনে MAI-এর ৯৯ টাকায় টিকিট দেওয়ার নিয়ম প্রযোজ্য হবে। কেননা PVR, INOX, Cinepolls, Mirage, Citypride, Asian, Mukta A2, Movietime, Wave, M2K এবং Delight এর মত মাল্টিপ্লেক্স চেইন জাতীয় সিনেমা দিবস উদযাপনে অংশ নেবে। তাই আপনি বুক মাই শো, পেটিএম বা ফোন পে-এর মাধ্যমে অনলাইনে ১৩ অক্টোবরের যে কোনও মাল্টিপ্লেক্স হলে যে কোনও সিনেমার টিকিট বুক করতে পারেন। অন্যান্য সিনেমার টিকিটের মতোই এই টিকিট বুক করা যাবে।





