Rail Budget: বাজেটের পরই ম্যাজিক দেখবে রেল? আরও বাড়বে স্পিড?

Jan 27, 2025 | 9:11 PM

Rail Budget: ২০২২ সালে অর্ডার দেওয়া ১.২ লক্ষ ওয়াগন ২০২৫ সালের মধ্যে রেলকে দেওয়ার কথা। শিল্প মহল আশাবাদী যে সরকার আসন্ন বাজেটেও ওয়াগন কেনার জন্য বড় অর্ডার দেবে।

Rail Budget: বাজেটের পরই ম্যাজিক দেখবে রেল? আরও বাড়বে স্পিড?

Follow Us

নয়া দিল্লি: ২০২৫-২৬ অর্থবছরের সাধারণ বাজেটের আর মাত্র কয়েকদিন বাকি। সাধারণ মানুষের প্রত্যাশার পারদ চড়ছে। আশা করা হচ্ছে, বাজেটে রেলের জন্য বিশেষ জায়গা থাকবে। বিশেষ করে মালবাহী গাড়ির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে।

সূত্রের খবর, মালবাহী ট্রেনের গড় গতি ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বাড়ানো হতে পারে। এই ট্রেনগুলিতে ১২,০০০ হর্স পাওয়ারের উন্নত বৈদ্যুতিক লোকোমোটিভ স্থাপন করা হতে পারে বলেও জানা যাচ্ছে। ‘টেক্সম্যাক্সো’র এমডি সুদীপ্ত মুখোপাধ্য়ায় আশা করছেন, এবার বড় আকারের ওয়াগন অর্ডার আসবে। তিনি জানান, ২০২২ সালে সরকার তিন বছরে প্রায় ১.২ লক্ষ ওয়াগনের অর্ডার দেয়। মোট ওয়াগনের সংখ্যা ৬ লক্ষে নিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ নেয় সরকার।

২০২২ সালে অর্ডার দেওয়া ১.২ লক্ষ ওয়াগন ২০২৫ সালের মধ্যে রেলকে দেওয়ার কথা। শিল্প মহল আশাবাদী যে সরকার আসন্ন বাজেটেও ওয়াগন কেনার জন্য বড় অর্ডার দেবে।

শিল্পকর্তারা আরও বলছেন, ট্রেন চলাচলকে আরও উন্নত করার ক্ষেত্রে আরও বেশি বরাদ্দ করা প্রয়োজন। জুপিটার ওয়াগনস লিমিটেডের কর্তা বিবেক লোহিয়া বহুমুখী পদ্ধতির কথাও বলছেন। ডেডিকেটেড ফ্রেইট করিডোর সম্প্রসারণের কাজ আরও দ্রুত করার কথাও বলেছেন তিনি।