Stock Market: মালামাল করেছিল রেলের এই স্টকগুলি, এক সপ্তাহেই উবে গেল কোটি টাকা!

Rail Share Fall: বিগত কয়েক মাস ধরেই চাঙ্গা ছিল রেলের শেয়ারদর। একের পর এক নতুন প্রকল্পের ঘোষণা, নতুন ট্রেন চালু হয়েছে। সেই সঙ্গেই বেড়েছিল রেলের বিভিন্ন সংস্থার শেয়ারদরও। কিন্তু গত সপ্তাহ থেকেই হঠাৎ করেই খরা দেখা দেয় দালাল স্ট্রিটে। বড় বড় সংস্থা, রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির শেয়ারদর হুড়মুড়িয়ে পড়ে।

Stock Market: মালামাল করেছিল রেলের এই স্টকগুলি, এক সপ্তাহেই উবে গেল কোটি টাকা!
প্রতীকী চিত্রImage Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Mar 18, 2024 | 9:52 AM

মুম্বই: শেয়ার বাজারে রক্তক্ষরণ। হু হু করে পড়ছে শেয়ারের দর। রিলায়েন্স থেকে শুরু করে এলআইসি- বড় বড় সংস্থার শেয়ারদর একধাক্কায় অনেকটাই পড়েছে বিগত এক সপ্তাহে। এমনকী, ভারতীয় রেলওয়ের অধীনে থাকা বিভিন্ন সংস্থার শেয়ার, যা একসময়ে নিশ্চিত গ্যারান্টি দিয়েছে, তাতেও ব্যাপক পতন হয়েছে। গত সপ্তাহেই বুধবার আইআরএফসি-র শেয়ার দর ৯ শতাংশ পতন হয়, যা ২০২২ সালের ডিসেম্বরের পর একদিনে সর্বোচ্চ পতন। এছাড়া টিটাগড় থেকে শুরু টেক্সম্যাকো রেল, ইরকন ও আইআরসিটিসি-র শেয়ার দরেও ১০ থেকে ৩০ শতাংশ অবধি পতন হয়েছে।

বিগত কয়েক মাস ধরেই চাঙ্গা ছিল রেলের শেয়ারদর। একের পর এক নতুন প্রকল্পের ঘোষণা, নতুন ট্রেন চালু হয়েছে। সেই সঙ্গেই বেড়েছিল রেলের বিভিন্ন সংস্থার শেয়ারদরও। কিন্তু গত সপ্তাহ থেকেই হঠাৎ করেই খরা দেখা দেয় দালাল স্ট্রিটে। বড় বড় সংস্থা, রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির শেয়ারদর হুড়মুড়িয়ে পড়ে। দেশের সেরা ৫ সংস্থার মার্কেট ক্যাপ কমেছে ২,২৩,৬৬০ কোটি টাকা। এই অবস্থায় মন্দার কোপ থেকে বাঁচতে পারল না রেলের শেয়ারও।

চলতি মাসের শুরুতে যেখানে আইআরএফসি-র শেয়ার দর ১৯২ টাকা থেকে শুরু করে ৩৫ শতাংশ অবধি বৃদ্ধি হয়েছিল, সেখানেই এক সপ্তাহে ২৯ শতাংশ শেয়ার দরে পতন হয়েছে। রেইলটেলের শেয়ারও একদিনেই ২০ শতাংশ কমেছে, যা ২০২১ল সালে আইপিও-র আত্মপ্রকাশের পর একদিনে সর্বনিম্ন পতন।

আরভিএমএল ৩৮৬ কোটি টাকার দুটি প্রকল্প নিজেদের ঝুলিতে ভরেছে গত সপ্তাহেই। তারপরও এর শেয়ার এক সপ্তাহে ২৯ শতাংশ কমেছে। এই স্টকই গত ১২ মাসে ২৫৬ শতাংশ রিটার্ন দিয়েছিল।

গত এক সপ্তাহে সবথেকে বেশি শেয়ারদরে পতন হয়েছে টিটাগড়ের। এর স্টক ৩২ শতাংশ পড়ে গিয়েছে। বিইএমএলের স্টক মূল্য়ও ৩১ শতাংশ কমেছে। টেক্সম্যাকো রেলের শেয়ারদরে ২৯ শতাংশ পতন হয়েছে। আইআরসিটিসির শেয়ার কমেছে ১৩ শতাংশ।