Railways: ট্রেনে ৯ রাতের প্যাকেজ, থাকুন হোটেলে, ঘুরুন এসি বাসে, খরচ মাত্র ১৮০০০
Railways: এসি এবং নন-এসি বাসে স্থানীয় দর্শনীয় স্থানগুলিতে নিয়ে যাওয়া হবে যাত্রীদের। হোটেলে রাতে থাকার ব্যবস্থা করা হবে। গাইডও অন্তর্ভুক্ত থাকবে এই প্যাকেজের মধ্যেই।

নয়া দিল্লি: ট্রেনে চেপে ঘোরার মজাই আলাদা। ভারতীয় রেলে যে শুধুমাত্র নিত্যযাত্রীরাই যাতায়াত করেন, তা নয়, প্রচুর পর্যটক ও তীর্থযাত্রীও প্রতিদিন রেলে যাতায়াত করেন। এবার সেই যাত্রীদের জন্যই সুখবর আনল রেল।
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-র তরফ থেকে পাঁচটি ধর্মীয় স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। ১০ দিনের এই যাত্রার বন্দোবস্ত করা হয়েছে। খরচও সাধ্যের মধ্যেই।
মাত্র ১৮ হাজার টাকায় ১০ দিনের এই যাত্রায় তিরুপতি, রামেশ্বরম, মাদুরাই, কন্যাকুমারী এবং ত্রিবান্দ্রমের মতো ধর্মীয় স্থানে নিয়ে যাওয়া হবে।
উজ্জয়ীন, সুজালপুর, সেহোর, রানি কমলাপতি, ইটারসি, বেতুল এবং নাগপুর হয়ে দক্ষিণ ভারতের প্রধান তীর্থস্থানগুলিতে পৌঁছবে ট্রেন। ফেরার সময় কন্যাকুমারী এবং ত্রিবান্দ্রম হয়ে ট্রেন ফিরবে ইন্দোরে। ৫ জুলাইয়ের পর এই ট্রেনটি কখন ছাড়বে সে সম্পর্কে বর্তমানে রেলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।
মোট ৯ রাত ১০ দিন যাত্রা করতে হবে। স্লিপার ক্লাসের জন্য, যাত্রীদের মাথা পিছু ভাড়া ধার্য করা হয়েছে ১৮,০০০ টাকা। থার্ড এসিতে ভ্রমণের জন্য ফি হবে ২৯,৫০০ টাকা এবং সেকেন্ড এসি-তে ভ্রমণের জন্য ফি হবে ৩৮,৫০০ টাকা।
এই প্যাকেজে থাকবে নিরামিষ খাবার। এসি এবং নন-এসি বাসে স্থানীয় দর্শনীয় স্থানগুলিতে নিয়ে যাওয়া হবে যাত্রীদের। হোটেলে রাতে থাকার ব্যবস্থা করা হবে। গাইডও অন্তর্ভুক্ত থাকবে এই প্যাকেজের মধ্যেই।
কীভাবে বুকিং করবেন
এই ট্রেনে ভ্রমণ করতে চাইলে আইআরসিটিসি-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করতে পারবেন। অনলাইনে টিকিট কাটতে সমস্যা হলে টিকিট কাউন্টার থেকেও টিকিট পেয়ে যাবেন।
