AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway: একধাক্কায় সাত গুণ বাড়ল ট্রেনের গতি, বদলে গেল সময়সূচি, বড় আপডেট দিল রেল

Railway: ১৪ মে, বুধবার থেকে কার্যকর হবে সেই নতুন সূচি। কোন কোন ট্রেনের সূচি বদলাল, দেখে নিন একনজরে।

Railway: একধাক্কায় সাত গুণ বাড়ল ট্রেনের গতি, বদলে গেল সময়সূচি, বড় আপডেট দিল রেল
ফাইল ছবিImage Credit: PTI
| Updated on: May 13, 2025 | 1:47 PM
Share

রামেশ্বরম: তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপের সঙ্গে সংযোগ তৈরি করেছে গুরুত্বপূর্ণ পাম্বান রেলসেতু। পাম্বান এবং রামেশ্বরমের মধ্যে সমুদ্রের উপর নির্মিত এই সেতু গত এপ্রিলেই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই নতুন সেতুতে ট্রেনের গতি বাড়ল অনেকটাই।

পুরনো সেতুতে ট্রেনগুলি প্রতি ঘন্টায় মাত্র ১০ কিলোমিটার গতিতে চলতে পারত। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা সেতুতে সেই গতি বাড়িয়েছে রেল। দক্ষিণ রেলওয়ের তরফে এবার ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়েছে।

নতুন সেতুতে দ্রুতগতিতে ট্রেন চলাচলের কারণে, রামেশ্বরমের উপর দিয়ে যাওয়া বিভিন্ন ট্রেন ছাড়ার সময়ও পরিবর্তন করা হয়েছে। ১৪ মে, বুধবার থেকে কার্যকর হবে সেই নতুন সূচি। ত্রিচি, তিরুপতি, চেন্নাই, কোয়েম্বাটুর, কন্যাকুমারী এবং মাদুরাইয়ের ট্রেনগুলি ১৪ মে থেকে নতুন সময়সূচী অনুযায়ী ছাড়বে।

কোন কোন ট্রেনের সময় পরিবর্তন হচ্ছে, একনজরে

দুপুর ২টো ৫০-এর পরিবর্তে বিকেল ৩ টেয় রামেশ্বরম ছাড়বে ত্রিচি এক্সপ্রেস।

১৫ মে থেকে তিরুপতি এক্সপ্রেস (১৬৭৮০) বিকেল ৪টে ২০-র পরিবর্তে বিকেল সাড়ে ৪ টেয় ছাড়বে।

১৪ মে থেকে চেন্নাই এক্সপ্রেস (১৬৭৫২) বিকেল সাড়ে ৫টার পরিবর্তে বিকেল ৫ টা ৫০ মিনিটে ছাড়বে।

১৪ মে থেকে কোয়েম্বাটুর এক্সপ্রেস (১৬৬১৭) সন্ধ্যা সাড়ে ৭ টার পরিবর্তে সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে ছাড়বে।

১৪ মে থেকে চেন্নাই এক্সপ্রেস (২২৬৬২) রাত ৮টা ৩৫-এর পরিবর্তে রাত ৮টা ৫০ মিনিটে।

কন্যাকুমারী এক্সপ্রেস (২২৬২১) রামেশ্বরম থেকে রাত ১০টার পরিবর্তে রাত ৯টা ১৫ টায় ছাড়বে। এই ট্রেনটি ৭ জুন থেকে মন্ডপম রেল স্টেশনে অস্থায়ীভাবে থামবে।

১৪ মে থেকে মাদুরাই প্যাসেঞ্জার ট্রেনটি সন্ধ্যা ৬টার পরিবর্তে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছাড়বে।