AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ratan Tata: রতন টাটার ম্যাজিক! গড়ছেন তাক লাগানো নতুন শহর, হার মানবে জামশেদপুরও

Tata Group: জোর জল্পনা শোনা যাচ্ছে যে জামশেদপুরের মতোই নতুন শহর তৈরি করতে চলেছেন রতন টাটা। এই শহরে এমনই সব সুবিধা থাকবে যা জামশেদপুরকেও পিছনে ফেলে দেবে।

Ratan Tata: রতন টাটার ম্যাজিক! গড়ছেন তাক লাগানো নতুন শহর, হার মানবে জামশেদপুরও
রতন টাটা। ফাইল চিত্রImage Credit: X
| Updated on: Aug 18, 2024 | 12:00 PM
Share

নয়া দিল্লি: ঝাড়খন্ডের জামশেদপুর পরিচিত টাটা নগরী হিসাবেও। জামশেদজী টাটা হাতে গড়েছিলেন এই শহরকে। ছকছকে রাস্তা থেকে জলের ব্যবস্থা, স্কুল, কলেজ- সবই তৈরি করেছিল টাটা সংস্থা। এবার দ্বিতীয় টাটা নগরী গড়তে চলেছেন রতন টাটা।

জোর জল্পনা শোনা যাচ্ছে যে জামশেদপুরের মতোই নতুন শহর তৈরি করতে চলেছেন রতন টাটা। এই শহরে এমনই সব সুবিধা থাকবে যা জামশেদপুরকেও পিছনে ফেলে দেবে।

জানা গিয়েছে, তামিলনাড়ুতে একটি নতুন শহর প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে টাটা সংস্থা। সেখানে সমস্ত সুযোগ-সুবিধা থাকবে। এই শহর জামশেদপুরের থেকেও বেশি আধুনিক হতে পারে।

২০২০ সালে হসুরের কাছে থিমজেপল্লী গ্রামে টাটা ইলেকট্রনিক্স একটি প্ল্যান্ট তৈরি করে। মূলত অ্যাপেলের আইফোন তৈরির কাজ হয় এই প্ল্যান্টে। ২০ হাজার কর্মী কাজ করেন এই কারখানায়। জানা গিয়েছে, তামিলনাড়ু সরকারের সহযোগিতাতেই টাটা প্ল্যান্টে কর্মরতদের জন্য বাড়ি তৈরি করা হবে।

এর জন্য টাটা গ্রুপ ৫০৮ কোটি টাকা খরচ করবে বলেই জানা গিয়েছে। ১৪টি ব্লকে মোট ৩০০০ ফ্ল্যাট তৈরি করা হবে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)