Bank Account Closer: ১ জানুয়ারি থেকে ৩ ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে RBI, আপনার অ্যাকাউন্টও এই লিস্টে নেই তো?
RBI Guideline: ১ জানুয়ারি থেকেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নতুন নিয়ম কার্যকর করেছে। এই নিয়মের অধীনে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। মূলত ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সুরক্ষিত এবং স্বচ্ছ করতেই এই নিয়ম চালু করেছে আরবিআই।

নয়া দিল্লি: নতুন বছরে রিজার্ভ ব্যাঙ্কের নয়া নিয়ম। আরবিআই (RBI) চালু করল নতুন ব্যাঙ্কিং নিয়ম। নতুন বছর থেকে তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) বন্ধ হতে চলেছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও এই তালিকায় নেই তো?
১ জানুয়ারি থেকেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নতুন নিয়ম কার্যকর করেছে। এই নিয়মের অধীনে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। মূলত ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সুরক্ষিত এবং স্বচ্ছ করতেই এই নিয়ম চালু করেছে আরবিআই। যাতে গ্রাহকদের জমা অর্থ সুরক্ষিত থাকে, তার জন্যই এই উদ্যোগ।
আরবিআই যে তিন ধরনের অ্যাকাউন্ট বন্ধ করার কথা বলেছে, তাতে প্রথমেই রয়েছে ডরম্যান্ট অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টে দুই বছর বা তার বেশি সময় ধরে কোনও লেনদেন হচ্ছে না, সেগুলিকে ডরম্যান্ট অ্যাকাউন্ট বলা হয়। হ্যাকার বা প্রতারকরা এই ধরনের অ্যাকাউন্টকেই সবথেকে আগে নিশানা করে। তাই আরবিআই এই ধরনের অ্যাকাউন্ট বন্ধ করতে নির্দেশ দিয়েছে।
দ্বিতীয় নম্বরেই রয়েছে ইন-অ্যাকটিভ বা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টে ১২ মাসের বেশি সময় ধরে কোনও লেনদেন হচ্ছে না, তা অপব্যবহার হওয়ার ঝুঁকি বেশি থাকে। অ্যাকাউন্ট বন্ধ হওয়া থেকে আটকাতে অল্প কিছু হলেও, লেনদেন করতে বলা হচ্ছে ব্যাঙ্কগুলির তরফে।
তৃতীয় যে ধরনের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার মুখে, তা হল জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। যেই অ্যাকাউন্টগুলিতে দীর্ঘ সময় ধরে ফাঁকা পড়ে আছে, কোনও টাকা নেই, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও এই তালিকার মধ্যে থাকে, তাহলে অবশ্যই এখন পদক্ষেপ করুন এবং অ্যাকাউন্টকে সক্রিয় করুন।
