AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতের Stock Market-এ ঝড় তুলতে তৈরি Jio, আসতে পারে দেশের সবচেয়ে বড় IPO!

Reliance Jio, Indian Stock Market: ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক জেফারিস জিওর মূল্যায়ন করেছিল প্রায় ১৮০ বিলিয়ন ডলার। আর সেই মূল্যায়নেও যদি ২.৫ শতাংশ শেয়ার বিক্রি হয়, তাহলেও আইপিওর মূল্য হবে ৪.৫ বিলিয়ন ডলার। আর তেমন হলে হুন্ডাই মোটরসের ৩.৩ বিলিয়ন ডলারের আইপিওকেও ছাড়িয়ে যাবে নতুন এই আইপিও।

ভারতের Stock Market-এ ঝড় তুলতে তৈরি Jio, আসতে পারে দেশের সবচেয়ে বড় IPO!
প্রতীকী ছবিImage Credit: ChatGPT
| Updated on: Jan 09, 2026 | 6:43 PM
Share

অবশেষে বাজারে আসতে চলেছে জিওর আইপিও। মুকেশ অম্বানীর এই সংস্থা বাজারে আসতে চলে জিও প্ল্যাটফর্ম নামের অধীনে। জানা গিয়েছে জিও চাইছে তাদের মোট অংশীদারিত্বের ২.৫ শতাংশ তারা নিয়ে আসবে আইপিও হিসাবে। এই ২.৫ শতাংশের বর্তমান ভ্যালুয়েশন ৪ বিলিয়ন ডলারের বেশি। যদি এই আইপিও আসে তবে তা হতে চলেছে ভারতের সবচেয়ে বড় আইপিও।

রিলায়েন্স জিও?

আইপিও আসতে চলেছে জিও প্ল্যাটফর্মের অধীনে। আর এই সংস্থার অধীনেই আসে রিলায়েন্স জিও নামের টেলিকম সংস্থাটি। বর্তমানে ৫০ কোটির বেশি গ্রাহক নিয়ে দেশের অন্যতম বৃহত্তম টেলি কমিউনিকেশন সংস্থা হল রিলায়েন্স জিও।

ভ্যালুয়েশন কত?

ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক জেফারিস জিওর মূল্যায়ন করেছিল প্রায় ১৮০ বিলিয়ন ডলার। আর সেই মূল্যায়নেও যদি ২.৫ শতাংশ শেয়ার বিক্রি হয়, তাহলেও আইপিওর মূল্য হবে ৪.৫ বিলিয়ন ডলার। আর তেমন হলে হুন্ডাই মোটরসের ৩.৩ বিলিয়ন ডলারের আইপিওকেও ছাড়িয়ে যাবে নতুন এই আইপিও। অনেক বিশেষজ্ঞ সংস্থা আবার বলছে, জিওর সম্ভাব্য মূল্যায়ন ২০০ থেকে ২৪০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে।

জিওর ব্যবসা!

গত ৬ বছরে টেলি কমিউনিকেশনের গণ্ডি পেরিয়ে রিলায়েন্স জিও কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন ধরনের ডিজিটাল পরিষেবায় নিজেদের বিস্তার ঘটিয়েছে। ফলে, দেশের নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির অনুমোদন পেলে মাত্র ২.৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়ার পক্ষেই রয়েছে রিলায়েন্স।