Zepto-Blinkit-ও ফেল, মুকেশ অম্বানী এত বড় চমক দিতে চলেছে!
Reliance: কোম্পানির অনলাইন ফ্যাশন ওয়েবসাইট, আজিয়ো ২৬টি শহরে একই দিন বা পরের দিন ডেলিভারি পরিষেবা শুরু করেছে, যা গ্রাহকদের দ্রুত ডেলিভারির সুবিধা দিচ্ছে।

মুম্বই: টেলিকমের পর রিটেলেও দুর্দান্ত ব্যবসা করছে রিলায়েন্স সংস্থা। দেশের বৃহত্তম খুচরো রিটেল সংস্থা হয়ে উঠেছে মুকেশ অম্বানীর সংস্থা। এবার বাড়ি বাড়ি ডেলিভারিতেও বড় চমক দিতে চলেছে তাঁর সংস্থা। ফাস্ট ডেলিভারি নেটওয়ার্ককে শক্তিশালী করতে এবার ডার্ক স্টোর খোলার পরিকল্পনা রিলায়েন্সের।
গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকেই রিলায়েন্সের রিটেলে অর্ডার প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। এবার সংস্থার পরিকল্পনা ডার্ক স্টোর খোলার, যাতে ৩০ মিনিটেরও কম সময়ে প্রয়োজনীয় জিনিস ডেলিভারি করা হবে।
বর্তমানে দেশজুড়ে রিলায়েন্স রিটেল স্টোর নেটওয়ার্কের মাধ্যমে ৪ হাজারেরও বেশি পিন কোডে হাইপার-লোকাল ডেলিভারি পরিষেবা দেয়। বাকি অনলাইন ইন্সট্যান্ট ডেলিভারি অ্যাপগুলির তুলনায় যা অনেক বেশি। রিলায়েন্স রিটেল কোম্পানি সাধারণত স্টোরের তিন কিলোমিটার পরিধির মধ্যে ডেলিভারি করে। তবে এবার কোম্পানি এমন ডার্ক স্টোর খোলার পরিকল্পনাও করছে, যেখানে স্টোর পাওয়া যায় না বা ডেলিভারিতে সময় লাগে। এই দোকানগুলি শুধুমাত্র অনলাইন অর্ডারের জন্যই খোলা থাকবে।
রিলায়েন্সের জিও মার্ট অ্যাপের মাধ্যমে তিন ধরণের পরিষেবা দেওয়া হয়। প্রথমত, ৩০ মিনিটের মধ্যে ডেলিভারি। দ্বিতীয়ত, নির্ধারিত সময়ে ডেলিভারি এবং তৃতীয়ত, সাবস্ক্রিপশন পরিষেবা। নির্দিষ্ট সময়ে ডেলিভারিতে যেমন গ্রাহকরা তাদের পছন্দসই দিন ও সময়ে পণ্য়ের ডেলিভারি নিতে পারেন, সেখানেই সাবস্ক্রিপশন পরিষেবায় মাসিক পণ্য ডেলিভারির সুবিধা পাওয়া যায়। প্রতিদিন সকালে গ্রাহকের বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হয়।
এছাড়াও, কোম্পানির অনলাইন ফ্যাশন ওয়েবসাইট, আজিয়ো ২৬টি শহরে একই দিন বা পরের দিন ডেলিভারি পরিষেবা শুরু করেছে, যা গ্রাহকদের দ্রুত ডেলিভারির সুবিধা দিচ্ছে।
রিলায়েন্সের পরিকল্পনা, মেট্রো শহরগুলির পাশাপাশি ছোট শহরগুলিতেও দ্বিগুণ হারে এবং দ্রুত দোকান খোলা। ২০২৪-২৫ অর্থবছরে, রিলায়েন্স রিটেল কোম্পানি ৩.৩০ লক্ষ কোটি টাকার রাজস্ব অর্জন করেছে, যা গত বছরের তুলনায় ৭.৮৫ শতাংশ বেশি। কোম্পানির মোট লাভ ১১.৩৩ শতাংশ বেড়ে ১২,৩৮৮ কোটি টাকা হয়েছে।

