
সামনেই ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। দেশ জুড়ে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন ই-কমার্স সাইটগুলিতে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হয়। অ্যামাজন, ফ্লিপকার্টে চলছে বিরাট সেল। আইফোন হোক বা স্যামসাংয়ের নতুন মডেল কিংবা ভিভোর এক্স৩০০ স্মার্টফোন- সব ফোনই পাওয়া যাচ্ছে অনেক কম দামে। আপনারও যদি এই রিপাবলিক ডে সেলে মোবাইল ফোন কেনার ইচ্ছা থাকে, তাহলে কোন ওয়েবসাইটে কত সস্তায় কোন মডেল পাবেন, দেখে নিন এক ঝলকে-
আইফোন এয়ার (iPhone Air)-
স্য়ামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা (Samsung Galaxy S25 Ultra)-
ভিভো এক্স৩০০ (Vivo X300)-
ভিভোর এই নতুন মডেলে রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, থাকবে ৬.৩১ ইঞ্চির অ্যামোলেড প্য়ানেল (AMOLED panel) ও ৬০৪০ এমএএইচের ব্যাটারি। ৯০ ওয়াটের ফাস্ট চার্জি ও ৪০ ওয়াটের ওয়ারলেস চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে।
বিঃদ্রঃ- কোনও পণ্য কেনার সময়ে তার দাম পরিবর্তিত হতে পারে। তাই চেকআউটের আগে অবশ্যই দাম দেখে নিন। এছাড়া পুরনো মোবাইল এক্সচেঞ্জ করলে আরও ডিসকাউন্ট পাওয়া যেতে পারে।