Reserve Bank Of India, Bank Note: ৫০০ টাকার নোট কী দিয়ে তৈরি হয় জানেন কি?

RBI, Indian Currency: গত কয়েক বছরে ভারতে ডিজিটাল লেনদেন বাড়লেও নোটের ব্যবহার কিন্তু কমেনি। কিন্তু এই নোটগুলো কীভাবে তৈরি হয় জানেন কি?

Reserve Bank Of India, Bank Note: ৫০০ টাকার নোট কী দিয়ে তৈরি হয় জানেন কি?

Jul 08, 2025 | 3:18 PM

আজকের দিনে টাকা ছাড়া অচল সব কিছুই। আর টাকা বলতে আমরা সাধারণত বুঝি ১০, ২০, ৫০, ১০০, ২০০ বা ৫০০ টাকার ব্যাঙ্ক নোটকেই। গত কয়েক বছরে ভারতে ডিজিটাল লেনদেন বাড়লেও নোটের ব্যবহার কিন্তু কমেনি। কিন্তু এই নোটগুলো কীভাবে তৈরি হয় জানেন কি?

অনেকেই ভাবেন ভারতীয় নোট হয়তো কাগজ দিয়ে তৈরি হয়। কাগজ দিয়ে তৈরি হলেও সেই কাগজ কিন্তু তৈরি হয় তুলো দিয়ে। তুলো দিয়ে তৈরি এই কাগজ অন্য যে কোনও কাগজের থেকে বেশ শক্তপোক্ত হয়। ফলে এই কাগজ দিয়ে তৈরি নোট সহজে ছিঁড়ে যায় না। এ ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য থাকে এই নোটের।

আরও পড়ুন: এই বাংলাতেই ছাপানো হয় টাকা, জানেন কি?

তুলো দিয়ে তৈরি এই কাগজ অনেক বেশি ময়লা সহ্য করতে পারে। ক্ষয় হওয়ার পরিমাণও অন্য কাগজের তুলনায় অনেকটা কম হয়। তবে তুলোর এই ব্যবহার একমাত্র ভারতেই হয় এমন নয়। মার্কিন ডলার তৈরিতেও তুলোর ব্যবহার হয়। তথ্য বলছে, আমেরিকান ডলার তৈরি করতে ৭৫ শতাংশ তুলো ব্যবহৃত হয়। আর বাকি ২৫ শতাংশ লিনেন ব্যবহার করা হয় এই নোটগুলো তৈরি করতে।