Repo Rate কমেছে, সুদের হার কমিয়েছে ব্যাঙ্কগুলোও! আপনার লোনের EMI কমেছে কি?
RBI Repo Rate: রেপো রেট কমিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। বর্তমানে রেপো রেট ৬ শতাংশ থেকে নেমে এসেছে ৫.৫০ শতাংশে। তারপরই অনেক ব্যাঙ্ক লোনের সুদের হারও কমিয়ে দিয়েছে।

৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বাজারে নগদের জোগান বাড়িয়ে অর্থনীতিতে গতি নিয়ে আসার চেষ্টার প্রথম পদক্ষেপ হিসাবে এই রেপো রেট কমিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। বর্তমানে রেপো রেট ৬ শতাংশ থেকে নেমে এসেছে ৫.৫০ শতাংশে। তারপরই অনেক ব্যাঙ্ক লোনের সুদের হারও কমিয়ে দিয়েছে।
যে যে ব্যাঙ্ক ঋণ গ্রহীতাদের জন্য সুদের হার কমিয়ে দিয়েছে, তাতে সবার উপরে নাম আসে ব্যাঙ্ক অফ বরোদার। রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের সুদের হারও ৫০ বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছ ৮.১৫ শতাংশে। জুনের ৭ তারিখ থেকেই ব্যাঙ্ক অফ বরোদা তাদের গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে।
আগামী ১০ জুন থেকে সুদের হার কমানোর কথা ঘোষণা করে দিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও। তাদের প্রদেয় সুদের হার ৯.৬০ থেকে কমে ৯.১০ হবে, এই ঘোষণাও তারা করেছে। সুদ কমানোর কথা ঘোষণা করেছে ইউকো ব্যাঙ্কও।
আরবিআই রেপো রেট কমানোর পর ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও তাদের সুদের হার কমানোর কথা ঘোষণা করেছে। ১০ জুন থেকে এই ব্যাঙ্ক সুদের হার ০.৫ শতাংশ কমাবে বলে জানিয়েছে। এর ফলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন সুদের হার ৯.২৫ শতাংশ থেকে কমে দাঁড়াবে ৮.৭৫ শতাংশ। তাদের এই নতুন সুদের হার ফ্লোটিং রেটে পাওয়া সমস্ত লোনের উপর প্রযোজ্য হবে।
