CPI Inflation: কমার রাস্তায় মূল্যবৃদ্ধি, অপরিশোধিত তেলের দামে নজর রাখা জরুরী: RBI গভর্নর

CPI Inflation: শক্তিকান্ত দাস আরও জানান যে একটি কারণ হল অপরিশোধিত তেলের দাম, যার ফলে মুদ্রাস্ফীতি বাড়ার ঝুঁকি রয়েছে। তিনি বলেন যে মূল্যস্থিরতা নিশ্চিতভাবেই তাঁর মাথায় রয়েছে।

CPI Inflation: কমার রাস্তায় মূল্যবৃদ্ধি, অপরিশোধিত তেলের দামে নজর রাখা জরুরী: RBI গভর্নর
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2022 | 9:08 PM

নয়া দিল্লি: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) সোমবার জানিয়েছেন যে মূল্যবৃদ্ধি (Inflation) গতিপ্রকৃতি নিচের দিকে রয়েছে। আর কেন্দ্রীয় ব্যাঙ্ক মূল্যবৃদ্ধি আটকাতে আর অর্থিক গ্রোথ (Economic Growth) সুনিশ্চিত করার প্রয়োজনের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা জারি রাখবে। শক্তিকান্ত দাস আরও বলনে যে রিজার্ভ ব্যাঙ্কের মূল্যবৃদ্ধির অনুমান মজবুত, কিন্তু বিশ্বস্তরে অপরিশোধিত তেলের দামে ওলট পালটের সঙ্গে ঝুঁকি থেকে সাবধান থাকতে হবে। তিনি বলেন যে আরবিআই একটি বিশেষ সীমাকে ভাবনায় রেখেছে, যতদূর অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে। এর জন্য তারা সেই সমস্ত কারণকে মাথায় রাখেন, যার ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে আর যা আজকের পরিস্থিততিতে হতে পারে।

শক্তিকান্ত দাস সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্টার্সদের সঙ্গে বৈঠকের পর প্রশ্নের জবাব দেন। বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও উপস্থিত ছিলেন। গভর্নর বলেন যে আমাদের মূল্যবদ্ধির অনুমান রয়েছেন, আর তিনি বলবেন যে এটা যথেষ্ট শক্তিশালী আর তিনি এর সঙ্গেই রয়েছেন। যদি এমন কোনো ব্যাপার ঘটে, যেখানে কোনোকিছুই আন্দাজ করা যাবে না, কেউই যার আশা করেনি, তাহলে সেটা আলাদা ব্যাপার হবে।

বেস্ট এফেক্টের প্রভাব আগামি কিছু মাসে দেখতে পাওয়া যাবে: দাস

শক্তিকান্ত দাস আরও জানান যে একটি কারণ হল অপরিশোধিত তেলের দাম, যার ফলে মুদ্রাস্ফীতি বাড়ার ঝুঁকি রয়েছে। তিনি বলেন যে মূল্যস্থিরতা নিশ্চিতভাবেই তাঁর মাথায় রয়েছে। এর অর্থ মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরে রাখা। রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রাস্ফীতির প্রতি নিজেদের দায়বদ্ধতাকে জানে আর সেই সঙ্গে এর বৃদ্ধির উদ্দেশ্যেরও তথ্য রয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর আরও বলেন যে গত বছর অক্টোবর থেকে মুদ্রাস্ফীতির গতিপ্রকৃতি নিচের দিকে রয়েছে। তিনি বলেন, প্রধানত পরিসংখ্যানগত কারণে মুদ্রাস্ফীতি বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে তৃতীয় ত্রৈমাসিকে। গভর্নর আরও বলেন যে এই বেস্ট এফেক্টের প্রভাব আগামি কিছু মাসচলাকালীনও দেখা যাবে। রিজার্ভ ব্যাঙ্ক গত সপ্তাহেই বলেছিল যে সমস্ত মুদ্রাস্ফীতি (হেডলাইন ইনফ্লেশন) চলতি অর্থবর্ষ ২০২১-২২ এর চতুর্থ ত্রৈমাসিকে উপরের দিকে যাবে, কিন্তু তা সন্তোষজনক সীমায় বজায় থাকবে। এরপর ২০২২-২৩ এর দ্বিতীয় ষন্মাসিকে এটি কমে লক্ষ্যের কাছাকাছি আসবে।

আরও পড়ুন: Biggest Bank Fraud: সবচেয়ে বড় ব্যাঙ্ক প্রতারণা নিয়ে সরকারের বয়ান: এবিজি শিপইয়ার্ড কেলেঙ্কারি গত সরকারের দান