RBI: ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-র, হাতে আসছে নতুন নোট, জানুন সবটা
New 100 & 200 rs Note: সম্প্রতিই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ১০০ ও ২০০ টাকার নতুন নোট বাজারে আনা হবে। সেই নতুন নোটে একটা বড় পরিবর্তন আসতে চলেছে।

নয়া দিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (Reserve Bank of India) বড় সিদ্ধান্ত। ১০০ টাকা ও ২০০ টাকার নোটে আসতে চলেছে বিরাট বদল। আপনার পকেটে থাকা নোট আসল নাকি নকল, তা চেনার জন্য এই খবর জানা জরুরি।
সম্প্রতিই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ১০০ ও ২০০ টাকার নতুন নোট বাজারে আনা হবে। সেই নতুন নোটে একটা বড় পরিবর্তন আসতে চলেছে।
কী সেই পরিবর্তন?
আরবিআই জানিয়েছে, এবার থেকে ১০০ টাকা ও ২০০ টাকার নতুন নোটে বদলে যাবে গভর্নরের স্বাক্ষর। এতদিন শক্তিকান্ত দাসের স্বাক্ষর থাকত। এবার ১০০ ও ২০০ টাকার নোটে আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে।
ভারতীয় মুদ্রায় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সই থাকা বাধ্যতামূলক। এই স্বাক্ষর অন্যতম প্রমাণ যে হাতে থাকা নোটটি আসল। ২০২৪ সালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে শক্তিকান্ত দাসের মেয়াদ শেষ হয়েছে। তার জায়গায় নতুন গভর্নর হয়েছেন সঞ্জয় মালহোত্রা। তাই টাকার নোটেও এবার সই বদল হবে।
তবে নতুন নোট বাজারে আনার পর পুরনো ১০০ ও ২০০ টাকার নোটগুলি বাতিল হয়ে যাবে না। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, পুরনো ১০০ ও ২০০ টাকার নোট, যাতে প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের সই রয়েছে, তা বৈধ থাকবে। সেই নোট ব্যবহারে কোনও সমস্যা হবে না।
প্রসঙ্গত, ২০১৬ সালে নোটবন্দির সময় ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল। সেই সময়ই ১০০ ও ২০০ টাকার নতুন নোটের সিরিজ চালু হয়েছিল।





