Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেউলিয়া হতে পারে OLA ইলেকট্রিক? আদালতে মামলা হতেই হুলস্থূল গাড়ি ব্যবসায়

Ola Electric Mobility: ওলা ইলেকট্রিক টেকনোলজিসকে দেউলিয়া ঘোষণা করার আবেদন করল রোসমের্তা ডিজিটাল। ওলা ইলেকট্রিক টেকনোলজিস হল ওলা ইলেকট্রিকের অধীনস্ত একটি সংস্থা।

দেউলিয়া হতে পারে OLA ইলেকট্রিক? আদালতে মামলা হতেই হুলস্থূল গাড়ি ব্যবসায়
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 16, 2025 | 11:53 AM

ওলা ইলেকট্রিকের বিরুদ্ধে গ্রাহকদের সার্ভিস দেওয়া নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল। যা চোখ টেনেছিল সরকারের। কিন্তু এবার সোজাসুজি ওলা ইলেকট্রিক টেকনোলজিসকে দেউলিয়া ঘোষণা করার আবেদন করল রোসমের্তা ডিজিটাল। ওলা ইলেকট্রিক টেকনোলজিস হল ওলা ইলেকট্রিকের অধীনস্ত একটি সংস্থা। অন্যদিকে, রোসমের্তা ডিজিটাল হল রোসমের্তা টেকনোলজিস লিমিটেডের অধীনস্ত সংস্থা। এরা সাধারণ ডিজিটাল পরিষেবা ও যানবাহন ও তার যন্ত্রাংশের জন্য বিশেষ ডিজিটাল পরিষেবা দিয়ে থাকে।

রোসমের্তা ডিজিটাল এনসিএলটি বা ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুন্যালের কাছে ওলাকে দেউলিয়া ঘোষণা করার আবেদন করে। এই ঘটনার কয়েক সপ্তাহ আগেই ওলা ঘোষণা করেছিল তারা রোসমের্তা ডিজিটাল ও শিমনিট ইন্ডিয়ার সঙ্গে তাদের চুক্তি পুনর্বিবেচনা করতে চলছে। আর এর পিছনে তারা ‘খরচ কমানো’ ও ‘রেজিস্ট্রেশন প্রসেস আরও দ্রুত’ করার মতো কারণ দেখিয়েছিল।

২০২৪ এর নভেম্বরে নেটওয়ার্ক ট্রান্সফর্মেশন ও ওপেক্স রিডাকশন প্রোগ্রাম শুরু করেছিল ওলা। এর মূল উদ্দেশ্য ছিল সংস্থার খরচ কমানো ও গ্রাহকদের অভিজ্ঞতার আরও সুন্দর করা। ওলা জানায় তারা এই দুই প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়ন করেছে। জানা গিয়েছে, এর ফলে প্রতি মাসে প্রায় ৯০ কোটি টাকা খরচ কমেছে সংস্থার। এবং ওলা আশা করছে আগামী অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থার পরিচালন খরচ সংস্থার কর পূর্ববর্তী আয়ের সঙ্গে একই জায়গায় আসবে।

এই সমস্তকিছুর পর ওলা জানিয়েছে তারা রোসমের্তা ডিজিটালের এই দেউলিয়া ঘোষণা করার যে দাবি তার বিরোধিতা করছে। এই বিষয়ে উপযুক্ত আইনি পরামর্শও চেয়েছে তারা। “সংস্থা তার স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করবে”, জানিয়েছে ওলা ইলেকট্রিক।