AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Electric Car: এক চার্জেই ৫০০ কিলোমিটারের দৌড়, নতুন বছরেই বাজারে বড় চমক Maruti Suzuki-র

Electric Car: মারুতি সুজুকির কর্পোরেট অ্যাফেয়ার্সের এক্সিকিউটিভ ডাইরেক্টর রাহুল ভারতী বলছেন, "উচ্চ ক্ষমতা সম্পন্ন এই এসইউভি-তে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটাররে রেঞ্জ থাকছে। সঙ্গে থাকছে 60kWh ব্যাটারি।”

Electric Car: এক চার্জেই ৫০০ কিলোমিটারের দৌড়, নতুন বছরেই বাজারে বড় চমক Maruti Suzuki-র
বাজারে শুরু জোর চর্চা Image Credit: Facebook
| Edited By: | Updated on: Dec 09, 2023 | 8:06 PM
Share

কলকাতা: বিগত কয়েক মাসেই দেশের বাজারে রমরমা বেড়েছে ইলেকট্রিক গাড়ির। অনেক সংস্থাই ইতিমধ্যে চারচাকা থেকে দু’চাকা, সব ধরনের ইলেকট্রিক গাড়ি নিয়ে বাজার ধরতে আসরে নেমে পড়েছে। এরইমধ্যে এবার বড় ঘোষণা দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা Maruti Suzuki-র। আগামী বছরের মার্চ মাসে ভারতীয় বাজারে তারা প্রথম লম্বা দৌড়ের বৈদ্যুতিক গাড়ি eVX আনতে চলেছে বলে খবর। ইভিএক্সের একটি টয়োটা সংস্করণও থাকবে বলে জানা যাচ্ছে। যেমন বালেনোর জন্য একটি গ্লানজা এবং ব্রেজার জন্য একটি আরবান ক্রুজার রয়েছে। 

সূত্রের খবর, eVX শুধুমাত্র ভারতীয় বাজারের জন্য তৈরি করা হবে না। তা আবার বাইরে রপ্তানিও করা হবে বলে জানা যাচ্ছে। সংস্থার আধিকারিকরা জানাচ্ছেন ২০২৪-২৫ অর্থবর্ষে গাড়িটি তৈরি হলেও দাম ঘোষণা করা হবে ২০২৫ সালের প্রথম দিকে। তবে সবথেকে বড় বিষয় গাড়িটির রেঞ্জ হবে প্রায় ৫৫০ কিলোমিটারের। 

এ বিষয়ে মারুতি সুজুকির কর্পোরেট অ্যাফেয়ার্সের এক্সিকিউটিভ ডাইরেক্টর রাহুল ভারতী বলছেন, “উচ্চ ক্ষমতা সম্পন্ন এই এসইউভি-তে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটাররে রেঞ্জ থাকছে। সঙ্গে থাকছে 60kWh ব্যাটারি। তবে প্রথমে বাজারে মোট কতগুলি গাড়ি ছাড়া হবে সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি। সংস্থার তরফে দাম সম্পর্কে স্বচ্ছাভাবে কিছু বলা না হলেও অনুমান করা হচ্ছে গাড়িটির দাম ১০ লাখ টাকার উপরে হবে। বর্তমানে গোটা দেশে পেট্রোল-চালিত কম দামের গাড়ির মার্কেটে দাপট রয়েছে মারুতি সুজুকির। সেখানে এবার নতুন প্রতিযোগিতায় নাম লেখাতে চলেছে জাপানের এই সংস্থা।