Stock Market Today: ৪ বছরের কম সময়ে ২,৭০০ শতাংশের বেশি বৃদ্ধি, মালামাল করেছিল বিনিয়োগকারীদের, আজ নজরে থাকতে পারে এই স্টক!

Stock Price Surge: ৩ বছর ৮ মাসের মধ্যে সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের শেয়ারের দাম বেড়েছিল প্রায় ২ হাজার ৮০০ শতাংশ।

Stock Market Today: ৪ বছরের কম সময়ে ২,৭০০ শতাংশের বেশি বৃদ্ধি, মালামাল করেছিল বিনিয়োগকারীদের, আজ নজরে থাকতে পারে এই স্টক!
Image Credit source: Surasak Suwanmake/Moment/Getty Images

Jun 02, 2025 | 11:48 AM

 

২০২০ সালের জুন মাসের ৫ তারিখ থেকে ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি, এই ৩ বছর ৮ মাসের মধ্যে সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের শেয়ারের দাম বেড়েছিল প্রায় ২ হাজার ৮০০ শতাংশ। অর্থাৎ, ২০২০তে যে বিনিয়োগকারী এই সংস্থায় মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন, ৩ বছর ৮ মাসের মাথায় এই টাকার অঙ্ক গিয়ে দাঁড়ায় ২৯ লক্ষ টাকায়। সেই সময় সংস্থার শেয়ারের দাম হয়ে গিয়েছিল প্রায় ৩০ টাকা। যা ২০২০ সালের জুন মাসে ছিল ১ টাকার কাছাকাছি।

তারপর অবশ্য এই সংস্থার শেয়ারের দাম পড়তে থাকে ধীরে ধীরে। বর্তমানে এই শেয়ারের দাম ৯ টাকা। ২ জুন বাজার খোলার সঙ্গে সঙ্গেই বাড়তে পারে এই সংস্থার শেয়ারের দাম। কারণ, ৩০ মে, শনিবার সংস্থাটি তাদের বার্ষিক ফলাফল প্রকাশ করেছে। আর এই ফলাফলের সঙ্গে প্রকাশ্যে এসেছে এই সংস্থার পরিচালন আয় বেড়েছে লাফিয়ে।

সংস্থার পরিচালন আয় আলোর দিকের কথা বললেও নিট মুনাফার অঙ্ক এই সংস্থার অন্ধকার দিকের কথা বলে। ঠিক এক বছর আগের ত্রৈমাসিক ফলাফলে দেখা গিয়েছিল সংস্থা প্রায় ১৬ কোটি ৯৭ লক্ষ টাকা লাভ করেছিল। আর এই বছর সেই একই সময়ে সংস্থা ৫ কোটি ২৩ লক্ষ টাকা লোকসান করেছে।

সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালন আয় এক বছরে বেড়েছে প্রায় ৩২ শতাংশ। সংস্থার স্টিলের ব্যবসা ও ইঞ্জিনিয়ারিং, প্রোকিয়োরমেন্ট ও নির্মাণ ব্যবসায় খুব মজবুত ভিত এই আয় বৃদ্ধির কারণ বলে মনে করা হচ্ছে।

এই সংস্থার বর্তমান মার্কেট ক্যাপ ১ হাজার ৫৫০ কোটি টাকা। ৩০ মে দিনের শেষে এই সংস্থার শেয়ারের দাম দাঁড়িয়েছে ৯ টাকায়।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।