AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SBI FD Scheme: বিশেষ FD স্কিমের মেয়াদ বাড়াল SBI, সুবিধা পাবেন প্রবীণ নাগরিকরা

SBI FD Scheme: বিশেষ FD স্কিমের মেয়াদ বাড়াল SBI । ৩০ জুন অবধি করা যাবে বিনিয়োগ।

SBI FD Scheme: বিশেষ FD স্কিমের মেয়াদ বাড়াল SBI, সুবিধা পাবেন প্রবীণ নাগরিকরা
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 7:30 PM
Share

প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ স্থায়ী আমানতের সময়সীমা বাড়াল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ফলে ভারতীয় স্টেট ব্যাঙ্কের এই বিশেষ এফডি স্কিমে বিনিয়োগের জন্য প্রবীণ নাগরিকরা হাতে আরও একটু সময় পেলেন। SBI প্রবীণ নাগরিকদের জন্য Wecare স্পেশ্যাল FD-র সময়সীমা আরও ৩ মাস বাড়িয়েছে। এই স্কিমের মেয়াদ শেষ হবে ৩০ জুন।

বর্তমানে ৫ থেকে ১০ বছরের জন্য এই FD-তে বিনিয়োগের উপর ৭.৫০ শতাংশ সুদ মিলছে। SBI-র অন্যান্য সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় এই স্কিমে কিছু বাড়তি সুবিধা মিলবে নাগরিকদের। এতে ঋণ নেওয়ার মতো সুবিধাও পাবেন গ্রাহকরা।

কীভাবে এই FD খুলবেন?

আপনি যদি এসবিআই-র এই বিশেষ এফডি-তে বিনিয়োগ করতে চান, তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ। ব্যাঙ্কের কোনও শাখায় গিয়ে এফডি খুলতে পারেন। একই সময়ে, YONO অ্যাপ এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও অ্যাকাউন্ট খোলা যাবে।

করোনাকালে প্রবীণদের সুবিধার জন্য SBI ২০২০ সালের মে মাসে WeCare FD স্কিম চালু করেছিল। এই প্রকল্পটি ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন এই স্কিমে বিনিয়োগের শেষ তারিখ এই বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। WeCare FD স্কিমের অধীনে, SBI ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ অফার করছে।

বিশেষ স্কিমে বিনিয়োগ:

SBI WeCare FD স্কিমে, বিনিয়োগকারীরা দুই মেয়াদে টাকা জমা করতে পারেন। আপনি ৫ বা ১০ বছরের জন্য এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমে সর্বোচ্চ ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাবে। এই স্কিমের বিশেষ বিষয় হল এতে আপনি ঋণের সুবিধাও পাবেন।