SBI গ্রাহকদের জন্য দারুণ সুখবর, বিরাট কমে গেল EMI
EMI: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সিদ্ধান্তের জেরেই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের সুদের হার বা লেন্ডিং রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক যে হারে সুদ দেয়, তার উপরে বাকি ব্যাঙ্কের সুদের হার নির্ভর করে, তাই আরবিআই-র সিদ্ধান্তের পরই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া নিজেদের বেসিস পয়েন্টও কমিয়ে দিল। এর ফলে এসবিআই-র ঋণ সস্তা হয়ে গেল।

নয়া দিল্লি: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহকদের জন্য দারুণ সুখবর। সস্তা হয়ে গেল ঋণ। যাদের ঋণ ইতিমধ্যেই নেওয়া, তাদের যেমন ইএমআই-র খরচ কমে যাবে, তেমনই নতুন যারা ঋণ নেবেন বলে পরিকল্পনা করছেন, তাদের জন্যও সুদের হার কমে গেল।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সিদ্ধান্তের জেরেই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের সুদের হার বা লেন্ডিং রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। সম্প্রতিই আরবিআই রেপো রেট কমিয়েছে ২৫ বেসিস। এই নিয়ে পরপর চারবার রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক যে হারে সুদ দেয়, তার উপরে বাকি ব্যাঙ্কের সুদের হার নির্ভর করে, তাই আরবিআই-র সিদ্ধান্তের পরই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া নিজেদের বেসিস পয়েন্টও কমিয়ে দিল। এর ফলে এসবিআই-র ঋণ সস্তা হয়ে গেল।
এই বেসিস পয়েন্ট কমায় এসবিআই-র এক্সটার্নাল বেঞ্চমার্ক লিঙ্কড রেট (EBLR) কমে দাড়াল ৭.৯০ শতাংশে। স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, ১৫ ডিসেম্বর থেকে নতুন রেট কার্যকর হবে।
ইবিএলআর-র পাশাপাশি মার্জিনাল কস্ট অব ফান্ড বেসড লেন্ডিং রেট বা এমসিএলআর (MCLR)-ও ৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। আগে যেখানে এক বছরের এমসিএলআরের ম্যাচুরিটি ছিল ৮.৭৫ শতাংশ, তা কমে ৮.৭০ শতাংশে কমে দাঁড়িয়েছে। এসবিআই বেস রেট বা বিপিএলআর কমিয়ে ৯.৯০ শতাংশ করেছে। আগে বেস রেট ছিল ১০ শতাংশ।
শুধু এই নয়, এসবিআই ফিক্সড ডিপোজিটের হারও কমিয়েছে। ২ বছর থেকে ৩ বছরের কম সময়সীমার ফিক্সড ডিপোজিটের সুদের হার ৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.৪০ শতাংশ করে দেওয়া হয়েছে। ৪৪৪ দিনের মেয়াদের অমৃত বৃষ্টি স্কিমে সুদের হার ৬.৬০ শতাংশ থেকে কমিয়ে ৬.৪৫ শতাংশ করা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে এই নতুন হার কার্যকর হবে। তবে বাকি ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করা হয়নি।
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক-ও তাদের সুদের হার কমিয়েছে। ১৫ ডিসেম্বর থেকে এই নতুন সুদের হার কার্যকর হবে।
