SBI Q2 Results: দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮৯০ কোটি টাকার মুনাফা করল SBI

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Nov 04, 2021 | 4:34 PM

একক ভিত্তিতে ব্যাঙ্কের শুদ্ধ লাভ ত্রৈমাসিক চলাকালীন ৬৭ শতাংশ বেড়ে ৬,৫০৪ কোটি টাকায় পৌঁছে গিয়েছে, যা গত বছরের এই সমসাময়ি ত্রৈমাসিকে ৪,৫৭৪.১৬ কোটি টাকা ছিল।

SBI Q2 Results: দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮৯০ কোটি টাকার মুনাফা করল SBI
ফাইল চিত্র

Follow Us

নতুন দিল্লি: দেশের করোনা আবহের প্রভাব ধীরে ধীরে কাটছে, পাশাপাশি কাটছে দেশের অর্থনৈতিক মন্দাও। আর্থিক মন্দা কাটার এই প্রভাব দেখা যাচ্ছে দেশীয় ব্যাঙ্কগুলির আয়েও। দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক ভারতীয় স্টেট ব্যাঙ্ক বুধবার চলতি অর্থ বছরের (২০২১-২২) দ্বিতীয় ত্রৈমাসিক আর্থিক ফলাফল ঘোষণা করে দিয়েছে। ব্যাঙ্কের চলতি আর্থিক বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহের ত্রৈমাসিক একত্রিকৃত শুদ্ধ লাভ ৬৯ শতাংশ বেড়ে ৮,৮৮৯.৮৪ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।

এর আগের আর্থিক বছরের সমান ত্রৈমাসিকে সার্বজনিক ক্ষেত্রের ব্যাঙ্ক ৫,২৪৫.৮৮ কোটি টাকার লাভ করেছিল। শেয়ার বাজারকে পাঠানো সূচনায় ব্যাঙ্ক জানিয়েছে, এই ত্রৈমাসিক চলাকালীন এসবিআই গ্রুপের মোট আয় বেড়ে ১,০১,১৪৩.২৬ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। যা এক বছর আগের একই ত্রৈমাসিকে ৯৫,৩৭৩.৫০ কোটি টাকা ছিল।

ত্রৈমাসিক চলাকালীন শুদ্ধ লাভ ৬৭ শতাংশ বেড়েছে

একক ভিত্তিতে ব্যাঙ্কের শুদ্ধ লাভ ত্রৈমাসিক চলাকালীন ৬৭ শতাংশ বেড়ে ৬,৫০৪ কোটি টাকায় পৌঁছে গিয়েছে, যা গত বছরের এই সমসাময়ি ত্রৈমাসিকে ৪,৫৭৪.১৬ কোটি টাকা ছিল। একক আধারে ব্যাঙ্কের মোট আয় বেড়ে ৭৭,৬৮৯.০৯ কোটি টাকা হয়ে গিয়েছে, যা এক বছর আগের সমান ত্রৈমাসিকে ৭৫,৩৪১.৮০ কোটি টাকা ছিল।

এসবিআইয়ের এনপিএ কমেছে

সমীক্ষাধীন ত্রৈমাসিকে ব্যাঙ্কের সম্পত্তির গুনমানও উন্নত হয়েছে। ব্যাঙ্কের গ্রস এনপিএ মোট ঋণ কমে ৪.৯০ শতাংশ হয়েছে। যা এক বছর আগে এই সমান সাময়িকে ৫.২৮ শতাংশ ছিল। এইভাবে ব্যাঙ্কের শুদ্ধ এনপিএও ১.৫৯ শতাংশ কমে ১.৫২ শতাংশ হয়েছে।

আরও পড়ুন: Petrol Diesel Price: জ্বালানির দাম কমিয়ে ‘জ্বালা’, বছরে ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা লোকসানের মুখে সরকার

Next Article