AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SBI FD Scheme: এসবিআইয়ের ‘অমৃত কলস’ নাকি ‘সর্বোত্তম’, নিজেই বেছে নিন আপনার জন্য সেরা FD স্কিমটি

SBI: এসবিআই অমৃত কলস ৪০০ দিনের একটি বিশেষ মেয়াদি স্কিম। প্রবীণ নাগরিকদের জন্য এই ফিক্সড ডিপোজিট স্কিম আক্ষরিক অর্থেই অমৃতের কলসসম। অন্যদিকে এ বছরের মার্চ মাস নাগাদ এসবিআই সর্বোত্তম টার্ম ডিপোজিট চালু হয়। ১৫ লক্ষ টাকা থেকে জমা করা যায় এই বিশেষ ফিক্সড ডিপোজিটে।

SBI FD Scheme: এসবিআইয়ের 'অমৃত কলস' নাকি 'সর্বোত্তম', নিজেই বেছে নিন আপনার জন্য সেরা FD স্কিমটি
প্রতীকী ছবি। Image Credit: Facebook
| Edited By: | Updated on: Aug 26, 2023 | 9:30 AM
Share

এ বছর স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া দু’টি ফিক্সড ডিপোজিট টার্ম এনেছে। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনপর্বে দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক এনেছে এসবিআই অমৃত কলস স্পেশাল এফডি (SBI Amrit Kalash Special FD) ও এসবিআই সর্বোত্তম স্পেশাল এফডি (SBI Sarvottam Special FD)। গত ফেব্রুয়ারি মাসে ঘোষণা করা হয় এসবিআই অমৃত কলস স্পেশাল এফডি স্কিমের। মার্চে এসবিআই সর্বোত্তম টার্ম ডিপোজিট নামে স্পেশাল এফডির ঘোষণা হয়।

এসবিআই অমৃত কলস ৪০০ দিনের একটি বিশেষ মেয়াদি স্কিম। প্রবীণ নাগরিকদের জন্য এই ফিক্সড ডিপোজিট স্কিম আক্ষরিক অর্থেই অমৃতের কলসসম। ৭.৬ শতাংশ হারে ইন্টারেস্ট রেট পাচ্ছেন দেশের সিনিয়র সিটিজেন যাঁরা। তবে সাধারণ নাগরিকের জন্যও লাভের হার কিছু কম নয়। কারণ সাধারণ গ্রাহকরা এই স্কিমে ৭.১ শতাংশ হারে সুদ পাচ্ছেন। সম্প্রতি এই স্কিমে টাকা রাখার মেয়াদ বাড়ানো হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৩ অবধি এসবিআই অমৃত কলস স্পেশাল এফডি স্কিমে টাকা রাখা যাবে। এই স্কিমে মেয়াদ শেষের আগে যেমন টাকা তোলার সুযোগ রয়েছে। একইভাবে চাইলে নথি জমা দিয়ে ঋণও নিতে পারবেন গ্রাহক।

অন্যদিকে এ বছরের মার্চ মাস নাগাদ এসবিআই সর্বোত্তম টার্ম ডিপোজিট চালু হয়। ১৫ লক্ষ টাকা থেকে জমা করা যায় এই বিশেষ ফিক্সড ডিপোজিটে। যদিও এই প্রকল্প নন-কলেবল। অর্থাৎ ম্যাচিওরিটির আগে টাকা তুলে নেওয়ার সুযোগ নেই। তবে পিপিএফ, এনএসসি বা অন্যান্য পোস্ট অফিসের তুলনায় সুদের হার এ প্রকল্পে অনেকটাই বেশি। এসবিআইয়ের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, আপনি ১৫ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা অবধি এই প্রকল্পে লগ্নি করলে এবং ১ বছরের মেয়াদে নিলে (সাধারণ গ্রাহক) বার্ষিক (Annual Yield) ৭.২৯ শতাংশ সুদ দেওয়া হবে। সাধারণ গ্রাহক ২ বছরের মেয়াদে নিলে ৭.৬১ শতাংশ বার্ষিক (Annual Yield) সুদ মিলবে।

৬০ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের জন্যও আরও বেশি সুদ দেবে এসবিআই। সর্বোত্তম স্কিমে ১ বছরের ডিপোজিটের ক্ষেত্রে প্রবীণ গ্রাহকরা বার্ষিক (Annual Yield) ৭.৮২ শতাংশ ও ২ বছরের মেয়াদে বার্ষিক (Annual Yield) ৮.১৪ শতাংশের ইন্টারেস্ট রেট দেওয়া হবে। কেউ চাইলে ২ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা অবধিও আমানত করতে পারেন। যদিও সেক্ষেত্রে সুদের হার আবার কিছুটা কম।