
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের দেশে বাড়ছে অর্থনৈতিক সচেতনতা। আর তার সঙ্গে বাড়ছে মানুষের এসআইপি করার প্রবণতা। আর এবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পদ্ধতি আরও সহজ করার জন্য পদক্ষেপ করল সেবি। এর ফলে কোনও মিউচুয়াল ফান্ডে নমিনেশন যোগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীরা বিশেষ সুবিধা পাবে।
২০২৫ সালের ১ জুন থেকে সেবি এই নয়া নিয়ম চালু করেছে। নতুন এই নিয়মে নমিনেশনের ফর্মে একটা নতুন ফর্ম্যাটের উল্লেখ থাকবে। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড সংস্থার ওয়েবসাইট ও Association of Mutual Funds of India বা AMFI-এর ওয়েবসাইটেও লেখা রয়েছে নমিনেশনের এই নতুন নিয়ম।
নতুন এই ফর্মে নমিনির পুরো নাম, বিনিয়োগকারীর সঙ্গে সম্পর্ক, শতাংশের বিচারে কত শতাংশ সেই নমিনি পাবেন তা, ঠিকানা, ইমেল আইডি ও মোবাইল নম্বরের মতো ডিটেলস থাকবে। নয়া নির্দেশিকায় নমিনিকে চিহ্নিত করার আরও একটি উপায় রাখা হয়েছে। এবার থেকে নমিনির প্যান, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ডের শেষ ৪টি ডিজিট বা পাসপোর্টের নম্বরও যুক্ত করা হবে।
যদি নমিনি ফর্ম ফিলআপ করার সময় অসম্পূর্ণ তথ্য থাকে তাহলে সেই ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। এ ছাড়াও নতুন এই নির্দেশিকা অনুযায়ী বিনিয়োগকারীরা চাইলে নমিনি তাঁদের হয়ে মিউচুয়াল ফান্ড পরিচালনা করতে পারবেন। আবার বিনিয়োগকারী না চাইলে তিনি নমিনি যোগ না করেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ চালিয়ে যেতে পারেন। তবে ইতিমধ্যে যাঁদের ফোলিওতে নমিনি যুক্ত করা রয়েছে তাঁদের আলাদা করে কিছু করার প্রয়োজন নেই।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।