Kolkata-য় তৈরি হবে Semi Conductor, এবার কি হুড়মুড়িয়ে দাম কমবে Mobile Phone-এর?
Semi Conductor Chip, Kolkata: দিল্লি নয়, মুম্বই নয়, বেঙ্গালুরু নয়, হায়দরাবাদ নয়। সেমি কন্ডাক্টারের চিপ তৈরি জন্য সোজা কলকাতাকেই বেছে নিল গ্লোবাল ফাউন্ডারিস।

বাংলার মানুষের স্বপ্ন এবার হতে চলেছে সত্যি। কলকাতায় তৈরি হতে চলেছে সেমি কন্ডাক্টার তৈরির কারখানা। গাড়ি থেকে হাতের ওই মোবাইল ফোন, বর্তমান ইলেকট্রনিক্স সমস্ত যন্ত্রেই ব্যবহৃত হয় সেমি কন্ডাক্টার। ফলে, এবার তা ভারতেই তৈরি হলে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া বা চিনের উপর আমাদের নির্ভরতা অনেকাংশে যে কমবে তা বলাই বাহুল্য।
দিল্লি নয়, মুম্বই নয়, বেঙ্গালুরু নয়, হায়দরাবাদ নয়। সেমি কন্ডাক্টারের চিপ তৈরি জন্য সোজা কলকাতাকেই বেছে নিল গ্লোবাল ফাউন্ডারিস। তাইওয়ানের টিএসএমসি ও স্যামসাংয়ের পর চিপ তৈরিতে তৃতীয় স্থান অধিকার করে এই সংস্থা।
কলকাতায় কোটি কোটি টাকা বিনিয়োগ করে একটি সেমি কন্ডাক্টার ফ্যাব্রিকেশন প্ল্যান্ট ও একটি রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করতে চলেছে গ্লোবাল ফাউন্ডারিস। এখানে মূলত ২৮ থেকে ২৪ ন্যানোমিটারের চিপ তৈরি হবে। যা সাধারণত ইলেকট্রিক ভেহিকল, ফোন ও এআই-তে ব্যবহৃত হয়।
কলকাতায় এই সেমি কন্ডাক্টারের কারখানা তৈরি হওয়ায় প্রায় ২০ হাজার পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আর এমনটা হলে পৃথিবীর সেমি কন্ডাক্টারের মানচিত্রে তাইওয়ানের সিনচু, জার্মানির ডেসড্রেন ও আমেরিকার মাল্টা শহরের পরই আসবে কলকাতার নাম।
কিন্তু বেঙ্গালুরু বা হায়দরাবাদের মতো শহর থাকতে এই সংস্থা কলকাতাকেই কেন বেছে নিল? তার প্রথম কারণ হল কলকাতায় পরিষ্কার জল ও পর্যাপ্ত বিদ্যুতের যোগান। এ ছাড়াও কলকাতার বিভিন্ন সংস্থায় কর্মরত প্রতিভাবান আইটি কর্মীরাও একটা বড় কারণ।
কিন্তু ফোনের দাম কি কমবে? এর উত্তর হল হ্যাঁ। ভারতে এই চিপ তৈরি হলে বাইরে থেকে আমদানির খরচ থাকবে না। এ ছাড়াও প্রয়োজনের সময় যখন বাইরে থেকে সঠিকভাবে চিপ আসে না, তখনও ঘরে তৈরি চিপ দিয়ে বাজার দসামাল দেওয়া যাবে। তবে, এখুনি দুম করেই যে ফোনের দাম কমে যাবে, এমনটা নয়। ধীরে ধীরে ফোনের দাম কমবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।





