Share Market News: শুল্কের নয়া ঘোষণায় বাজারে ফুরফুরে হাওয়া, ১,৩১০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Sensex-Nifty 50: আজ ৪২৯ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। সেনসেক্স বেড়েছে ১,৩১০ পয়েন্ট। একই সঙ্গে আজ বেড়েছে দেশের প্রায় সমস্ত সূচকই।

Share Market News: শুল্কের নয়া ঘোষণায় বাজারে ফুরফুরে হাওয়া, ১,৩১০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Apr 12, 2025 | 12:20 AM

ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পারস্পরিক শুল্ক চাপানোর ঘোষণার পর আমেরিকা সহ গোটা পৃথিবীর শেয়ার বাজার পড়েছিল হুড়মুড়িয়ে। যদিও অন্য দেশের বাজারের তুলনায় বেশ কিছুটা ভাল জায়গায় ছিল ভারতের বাজার। গতকাল ট্রাম্প সে শুল্ক চাপানোর তারিখ ৯০ দিন পিছিয়ে দেওয়ায় লাফিয়ে উঠেছিল সমস্ত দেশের শেয়ার বাজার। ভারতে ছুটি থাকায় আজ ১১ এপ্রিল বেশ খানিকটা লাফিয়ে উঠল আমাদের দেশের বাজারও।

আজ ৪২৯ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। সেনসেক্স বেড়েছে ১,৩১০ পয়েন্ট। একই সঙ্গে আজ বেড়েছে দেশের প্রায় সমস্ত সূচকই। ১,৩৫২ পয়েন্ট বেড়েছে বিএসই স্মলক্যাপ সূচক। ৬২৮ পয়েন্ট বেড়েছে নিফটি স্মলক্যাপ ১০০ সূচকও। যদিও ভারতের বাজারের এই উত্থানের দিন পড়েছে জাপানি সূচক নিক্কেই। অন্যদিকে চিনা সূচক হ্যাংসেং বেড়েছে ২৩২ পয়েন্ট।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে ত্রেজহারা সলিউশনস, ক্যামলিন ফাইন সাইন্সেস, গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল ও বিনানি ইন্ডাস্ট্রিজ। এ ছাড়াও আজ বেড়েছে গ্র্যাভিটা ইন্ডিয়া লিমিটেডের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

বাজারের এই ভাল দিনেও পড়েছে বেশ কিছু সংস্থা। এর মধ্যে লোয়ার সার্কিট হিট করেছে রাজ টেলিভিশন নেটওয়ার্ক। এ ছাড়াও আজ পড়েছে অরক্যাশপ, রবিন্দর হাইটস, মুথুট ফাইন্যান্স, জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ারের দামও।

বাজারের টুকরো খবর:

  • আজ বাৎসরিক ফলাফল প্রকাশ করেছে পদম কটন ইয়ার্নস
  • শেয়ার প্রতি ১ টাকা ডিভিডেন্ড দিয়েছে আশিয়ানা হাউসিং
  • আজ শেয়ার প্রতি ২৬ টাকা ডিভিডেন্ড দিয়েছে ক্রিসিল লিমিটেড
  • আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে চম্বল ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস ও করমণ্ডল ইন্টারন্যাশনাল।
  • অন্যদিকে আজ কোনও সংস্থাই ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছোঁয়নি।

*১১ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।