Share Market: ২৩ হাজার পার নিফটি, ৭৬ হাজার পেরোল সেনসেক্স, চড়চড়িয়ে বাড়ছে ভারতের বাজার!
Nifty 50, Sensex: আজও বেশ খানিকটা বাড়ল ভারতের দুই বেঞ্চমার্ক সূচক। আজ ২৩,০০০ পার করে ফেলেছে নিফটি। অন্যদিকে, ৭৬,০০০ পেরিয়েছে আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স।

আজ ২০ মার্চ, আজও বেশ খানিকটা বাড়ল ভারতের দুই বেঞ্চমার্ক সূচক। আজ ২৩,০০০ পার করে ফেলেছে নিফটি। অন্যদিকে, ৭৬,০০০ পেরিয়েছে আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স।
আজ বেড়েছে নিফটি ব্যাঙ্ক, নিফটি আইটির মতো সূচকও। আজ বেড়েছে এস অ্যান্ড পি বিএসই স্মলক্যাপ সূচক। ৩৫৫ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০। ৩৬৬ পয়েন্ট বেড়েছে বিএসই ব্যাঙ্কেক্সও।
ভারতের বাজার পরপর ৩ দিন উঠলেও আজ কিছুটা পড়েছে জাপানের সূচক নিক্কেই। ৫৫১ পয়েন্ট পড়েছে চিনা সূচক হ্যাংসেং।
আজ বাড়ল যারা:
আজ আপার সার্কিট হিট করেছে বিভোর স্টিল টিউবসের শেয়ারের দাম। এ ছাড়াও বেড়েছে মানুগ্রাফ ইন্ডিয়া, সঙ্গিনীতা কেমিক্যালস, রাজেশ এক্সপোর্টস, এসএমএল ইসুজুর শেয়ারের দামও।
আজ পড়ল যারা:
আজ কোনও সংস্থা লোয়ার সার্কিট হিট না করলেও হুড়মুড়িয়ে পড়েছে কেইআই ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম। এ ছাড়াও পড়েছে খাণ্ডওয়ালা সিকিওরিটিজ, শ্রী তিরুপতি বালাজি, মধ্য ভারত অ্যাগ্রো প্রোডাক্টস, পলিক্যাব ইন্ডিয়ার শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
- আজ শেয়ার প্রতি ৩ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে পাওয়ার ফাইন্যান্স কর্প।
- ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর আজ ছুঁয়ে ফেলেছে মুথুট ফাইন্যান্স, ইন্টারগ্লোব এভিয়েশন, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, বাজাজ ফাইন্যান্স ও করমন্ডল ইন্টারন্যাশনাল।
- কোনও সংস্থাই আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছোঁয়নি।
*১৯ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





