মুম্বই: সপ্তাহের মাঝেও টাকার বন্য়া দালাল স্ট্রিটে। বুধবার বাজার খুলতেই রেকর্ড ছুঁল সেনসেক্স। একলাফে ২৫০ পয়েন্ট বেড়ে ৫৬ হাজারের বেঞ্চমার্কে পৌঁছল সেনসেক্স সূচক (Sensex)। এ দিন বাজার খুলতেই সবথেকে বেশি লাভ করেছে টাটা স্টিল (TATA Steel), রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় (Reliance Industries) ও এইডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার পর মন্দাই চলছিল শেয়ার বাজারে। দুই সপ্তাহ আগে সেনসেক্স ৫৪,২৯৮.২০ পয়েন্টে পৌঁছেছিল, যা সর্বোচ্চ সেনসেক্স ছিল। এ দিন বাজার খুলতেই সেই রেকর্ডও ভেঙে যায়। ২৫২.৫৪ পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক পৌঁছয় ৫৬,০৪৪.৮১ -এ। এ দিকে নিফটি (Nifty) সূচকও ৬৬.৭৫ পয়েন্ট বেড়ে ১৬,২০০ সূচকে পার করে।
এ দিন রেকর্ড সূচকে সবথেকে বেশি লাভ করেছে ২৪টি সংস্থা। সবথেকে বেশি লাভ করেছে টাটা স্টিল, তাদের শেয়ার সূচক ২.৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এইচডিএফসি, ইনফোসিস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ডঃ রেড্ডিজ। অন্যদিকে, ভারতী এয়ারটেল, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, লেসলে ইন্ডিয়া ও আল্ট্রাটেক সিমেন্টের শেয়ার সূচকের পতন হয়েছে।