Share Market: ধরাশায়ী শেয়ার বাজার! মঙ্গলে কতটা পড়ল Sensex, Nifty50?
Share Market: অন্যদিকে Nifty 50-এর হালও খানিকটা একই রকম। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১ শতাংশের অধিক পড়ে যায় নিফটি। তারপর খানিকটা চড়ে মোট পতনের পরিমাণ দাঁড়িয়েছে ১৬১ পয়েন্ট। কিন্তু গতকালের পারফরমেন্সের পর আজ অর্থাৎ মঙ্গলবার কেন এমন ভাবে ক্ষয় ধরল দালাল স্ট্রিটে?

কলকাতা: মঙ্গলে ধরাশায়ী শেয়ার বাজার। গতকাল মোট ৩ হাজার পয়েন্ট পর্যন্ত সেনসেক্স ওঠার পর একদিনের মধ্যেই আবার ১ হাজার পয়েন্ট পতন। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ১.২২ শতাংশ পড়ে যায় সেনসেক্স। তারপর খানিকটা চড়ে মোট পতনের পরিমাণ দাঁড়ায় ৬১০ পয়েন্ট। বর্তমানে ৮১ হাজার ৮৫৪ পয়েন্ট এসে ঠেকেছে সেনসেক্সের গতি।
অন্যদিকে Nifty 50-এর হালও খানিকটা একই রকম। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১ শতাংশের অধিক পড়ে যায় নিফটি। তারপর খানিকটা চড়ে মোট পতনের পরিমাণ দাঁড়িয়েছে ১৬১ পয়েন্ট। কিন্তু গতকালের পারফরমেন্সের পর আজ অর্থাৎ মঙ্গলবার কেন এমন ভাবে ক্ষয় ধরল দালাল স্ট্রিটে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সোমবারের ঝোড়ো হাওয়ার প্রভাব পড়েছে মঙ্গলে। গতকাল ধাপে ধাপে ওতটা বৃদ্ধির কারণে এবার নিজেদের প্রফিট বুক করা শুরু করেছেন বিনিয়োগকারীরা। সেই কারণেই হয়েছে শর্ট সেলিং। হঠাৎ করে ধরাশায়ী হয়েছে শেয়ার বাজার।
এদিন সবচেয়ে বেশি পতন হয়েছে ডেলিভারি সংস্থা সুইগির শেয়ারের। এক ধাক্কায় দর পড়েছে মোট ৩ শতাংশের অধিক। এছাড়াও, সোমবার যে ইনফোসিস সবার IT শেয়ারগুলির মধ্যে এগিয়ে ছিল, সেই ইনফোসিসই মঙ্গলবার পড়ে গেল ২.৫৩ শতাংশ। এছাড়াও, দর পড়েছে জোম্যাটো, HCL, উইপ্রোর মতো একাধিক নামজাদা সংস্থার।

