
আচ্ছা ১০ টাকায় কী হয়? আজকের দিনে ১০ টাকায় তেমন কিছুই হয় না। হ্যাঁ লোকাল ট্রেনে করে আপনি যদিও ১০ টাকায় ৪৫ কিলোমিটার পর্যন্ত চলে যাওয়া যায়। কিন্তু ১০ টাকায় শেয়ার বাজারে বিনিয়োগ? হ্যাঁ সেই উপায়ও আছে। রয়েছে এমন এক ইটিএফ যেখানে এক ইউনিটের দাম ১১ টাকার কিছু বেশি।
গ্রো নিফটি ২০০ ইটিএফ এমন এক ইটিএফ যার ১ ইউনিটের দাম মাত্র ১১ টাকার মতো। এই ইটিএফের অধীনে অ্যাসেটের পরিমাণ ১৪ কোটি টাকা। রয়েছে মোট ২০১টি স্টক। এ ছাড়াও এক্সপেন্স রেশিও ০.৩৫।
৩ অক্টোবরের হিসাব অনুযায়ী এই ইটিএফের অধীনে রয়েছে ২০১টি স্টক। এর মধ্যে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইনফোসিস, ভারতী এয়ারটেল, লারসেন অ্যান্ড টুব্রোর মতো সংস্থা।
এই ইটিএফ একটি প্যাসিভ ইটিএফ। অর্থাৎ নিফটি ২০০ সূচকে থাকা স্টকের সমানুপাতে বিনিয়োগ করে। ১০০ টাকা যদি কেউ বিনিয়োগ করে তাহলে তারমধ্যে ৯ টাকা বিনিয়োগ হয় এইচডিএফসি ব্যাঙ্কে। ৬ টাকা ১৮ পয়সা বিনিয়োগ হয় আইসিআইসিআই ব্যাঙ্কে। ৫ টাকা ৭০ পয়সা বিনিয়োগ হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে। বাকি ৭৯ টাকার মতো বিনিয়োগ হয়ে যায় ১৯৮টি স্টকে।
অনেকেই সরাসরি শেয়ারে বিনিয়োগ করতে ভয় পান। আর তেমন মানুষদের জন্য ইটিএফ একটি আদর্শ বিনিয়োগের জায়গা। ইটিএফ মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ইটিএফ শেয়ার মার্কেটের একটি সূচকে অন্তর্ভুক্ত একগুচ্ছ শেয়ারে অর্থ বিনিয়োগ করে। আর ইটিএফ আবার শেয়ারের মতো স্টক এক্সচেঞ্জেই লেনদেন করা যায়, ফলে এটা মিউচুয়াল ফান্ডের তুলনায় একটি বাড়তি সুবিধা দেয়। ফলে, ইটিএফ কিন্তু মিউচুয়াল ফান্ড বা শেয়ারের একটা ভাল বিকল্প হতে পারে।