Share Market News, India-Pakistan Conflict: ভারত-পাক উত্তেজনার মধ্যে ধাক্কা খেল ভারতের বাজার, সেনসেক্স পড়ল ৫০০ পয়েন্টের বেশি!

Sensex-Nifty 50: ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতির মধ্যে হালকা ধাক্কা খেল ভারতের শেয়ার বাজার। আজ ২০৭ পয়েন্ট পড়েছে ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০।

Share Market News, India-Pakistan Conflict: ভারত-পাক উত্তেজনার মধ্যে ধাক্কা খেল ভারতের বাজার, সেনসেক্স পড়ল ৫০০ পয়েন্টের বেশি!

Apr 25, 2025 | 6:45 PM

আজ ২৫ এপ্রিল। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতির মধ্যে হালকা ধাক্কা খেল ভারতের শেয়ার বাজার। আজ ২০৭ পয়েন্ট পড়েছে ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স পড়েছে ৫৮৮ পয়েন্ট।

একমাত্র সেনটোরিয়াল সূচক নিফটি আইটি বেড়েছে ২৫৫ পয়েন্ট। এ ছাড়া অন্য কোনও শেয়ার সূচক আজ বৃদ্ধির মুখ দেখেনি। বিএসই স্মলক্যাপ পড়েছে ১,২৬১ পয়েন্ট। নিফটি মিডক্যাপ ১০০ পড়েছে ১,৩৯৯ পয়েন্ট। অন্যদিকে, নিফটি নেক্সট ৫০ সূচক পড়েছে ১,৫৮৫ পয়েন্ট।

ভারতের বাজারের এই খারাপ সময়ের মধ্যে বেড়েছে জাপানি সূচক। নিক্কেই বেড়েচে ৬৬৬ পয়েন্ট। চিনা সূচক হ্যাংসেং বেড়েছে ৭০ পয়েন্ট।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে ফিউশন ফাইন্যান্স রাইটস ও লক্ষ্মী ফাইন্যান্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কর্পের শেয়ারের দাম। এ ছাড়াও বেড়েছে ক্যারো ইন্ডিয়া, মানাকশিয়া স্টিল, বাটারফ্লাই গান্ধিমাটি অ্যাপ্লায়েন্সেসের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

আজ বেশ খানিকটা পড়েছে ভারতের বাজার। এর মধ্যে পড়েছে ভাণ্ডারি হোসিয়ারি এক্সপোর্টস, এসআরএম কন্ট্রাক্টরস, পিভিপি ভেঞ্চার্স, মাইন্ডটেক ইন্ডিয়া, ম্যাগনাম ভেঞ্চার্সের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ শেয়ার প্রতি ১১৭ টাকা ডিভিডেন্ড দিয়েছে সানোফি ইন্ডিয়া।
  • শেয়ার প্রতি ২৬ টাকা ডিভিডেন্ড দিয়েছে মুথুট ফাইন্যান্স।
  • আজ চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মারুতি সুজুকি ও ডক্টর লাল প্যাথল্যাবস।
  • আজ বার্ষিক ফলাফল প্রকাশ করেছে হিন্দুস্থান জিঙ্ক, ওরিয়েন্ট হোটেলস, জেনসার টেকনোলজিস, শ্রীরাম ফাইন্যান্স, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, এল অ্যান্ড টি ফাইন্যান্স, ওরিয়েন্ট ইলেকট্রিক ও টাটা টেকনোলজিস।
  • বার্ষিক ফলাফলের সঙ্গে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে ফোর্স মোটরস, চোলামণ্ডলম ইনভেস্ট, পুনাওয়ালা ফিনকর্প, মতিলাল অসওয়াল ফাইন্যান্সিয়াল ও আরবিএল ব্যাঙ্ক।
  • আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে আল্ট্রাটেক সিমেন্ট, জেকে সিমেন্ট, নবীন ফ্লুওরিন ইন্টারন্যাশনাল, ডালমিয়া ভারত, এসবিএফসি ফাইন্যান্স, সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া, ইউপিএল ও বিএসই।
  • কোনও সংস্থাই আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছোঁয়নি।

*২৫ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।